মৌসুমি পুকুর কাকে বলে?| পুকুর প্রস্তুতিতে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো- বিস্তারিত

মৌসুমি পুকুর কাকে বলে? পুকুর প্রস্তুতিতে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা মৌসুমি পুকুর কাকে বলে? পুকুর প্রস্তুতিতে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

মৌসুমি পুকুর কাকে বলে? 

যে পুকুরে বছরের নির্দিষ্ট সময় (৩-৮ মাস) পর্যন্ত পানি থাকে এবং এক বছরের কম সময়ে বাজারজাত করা যায় এমনকি দ্রুত বর্ধনশীল মাছ চাষ করা হয় তাকে মৌসুমি পুকুর বলে।

পুকুর প্রস্তুতিতে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো

সাধারণত পুকুরের মাটি ও পানির অম্লত্ব দূরীকরণ এবং দূষণমুক্ত রাখার জন্য চুন প্রয়োগ করা হয়।

চুন মাটি ও পানিকে শোধন করে মাছের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করে। ফলে মাটি ও পানির উর্বরতা বৃদ্ধি পায়। পানির পিএইচ ঠিক রাখে। পানির ঘোলাত্ব কমায় ও পরিষ্কার রাখে। চুন ক্ষতিকর কীটপতঙ্গ ও রোগজীবাণুও ধ্বংস করে। এছাড়া প্রয়োগকৃত সারের কার্যকারিতা বৃদ্ধি করে। এজন্য পুকুর প্রস্তুতিতে চুন প্রয়োগ করা প্রয়োজন।


আশা করি মৌসুমি পুকুর কাকে বলে? পুকুর প্রস্তুতিতে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করোএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন