প্রবাহ ঘনত্ব কি? | স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য লেখ

প্রবাহ ঘনত্ব কি? স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য লেখ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা প্রবাহ ঘনত্ব কি? স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য লেখ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

প্রবাহ ঘনত্ব কি? | স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য লেখ

প্রবাহ ঘনত্ব কি? 

কোনো পরিবাহীর প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে।
কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A হলে এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I হলে, প্রবাহ ঘনত্ব j হবে,

স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য লেখ

স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
স্টেপ আপ ট্রান্সফরমার
  • অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে বেশি বিভবের অল্প তড়িৎ প্রবাহে পরিণত করে।
  • মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে।
  • সাধারণত দূর দূরান্তে তড়িৎ প্রেরণের সময় এ ধরণের ট্রান্সফরমার ব্যবহৃত হয়।
স্টেপ ডাউন ট্রান্সফর্মার
  • অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে পরিণত করে।
  • মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম থাকে।
  • বাসা বাড়িসহ যেখানে বিদ্যুৎ ব্যবহার করা হয় সেখানে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয়।
আশা করি প্রবাহ ঘনত্ব কি? স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য লেখএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন