গ্রাবরেখা বা অধঃক্ষিপ্ত হিমবাহ কি? | গ্রাবরেখা কিভাবে সৃষ্টি হয়? | গ্রাবরেখার শ্রেণিবিভাগ- বিস্তারিত

গ্রাবরেখা বা অধঃক্ষিপ্ত হিমবাহ কি? গ্রাবরেখা কিভাবে সৃষ্টি হয়? গ্রাবরেখার শ্রেণিবিভাগ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা গ্রাবরেখা বা অধঃক্ষিপ্ত হিমবাহ কি? গ্রাবরেখা কিভাবে সৃষ্টি হয়? গ্রাবরেখার শ্রেণিবিভাগ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

গ্রাবরেখা বা অধঃক্ষিপ্ত হিমবাহ কি? গ্রাবরেখা কিভাবে সৃষ্টি হয়? গ্রাবরেখার শ্রেণিবিভাগ

গ্রাবরেখা বা অধঃক্ষিপ্ত হিমবাহ কি? গ্রাবরেখা কিভাবে সৃষ্টি হয়? গ্রাবরেখার শ্রেণিবিভাগ

গ্রাবরেখা বা অধঃক্ষিপ্ত হিমবাহ হলো হিমবাহের অবক্ষেপণ বা সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিক্ষয়। 
হিমবাহ অগ্রসর হওয়ার সময় এর সাথে যেসব পাথরখণ্ড, বালি, কাদা প্রভৃতি বাহিত হয়, হিমবাহ গলতে শুরু করলে সেগুলি হিমবাহের প্রবাহপথের আশে পাশে সঞ্চিত হতে থাকে। 

এই অসংবদ্ধ মিশ্র পদার্থের সঞ্চয়কে গ্রাবরেখা বা অধঃক্ষিপ্ত হিমবাহ (Moraine) বলে।

গ্রাবরেখার শ্রেণিবিভাগ (Classification of Moraine)

অবস্থান ও প্রকৃতি অনুযায়ী গ্রাবরেখাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো-

পার্শ্ব গ্রাবরেখাঃ হিমবাহের দুইপাশে সরু দৈর্ঘ্য আকারে যে সরু গ্রাবরেখা সঞ্চিত হয়, তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে।

ভূমি গ্রাবরেখাঃ হিমবাহের নিচের যে গ্রাবরেখা সঞ্চিত হয়, তাকে ভূমি গ্রাবরেখা বলে।

প্রান্ত গ্রাবরেখাঃ হিমবাহ  যেখানে এসে মিলিত হয় অর্থাৎ হিমবাহের সামনে সঞ্চিত গ্রাবরেখাকে প্রান্ত গ্রাবরেখা বলে।

মধ্য গ্রাবরেখাঃ দু'দিক থেকে এগিয়ে আসা দুটি হিমবাহ যেখানে মিলিত হয়, সেখানে উভয়ের গ্রাবরেখা দ্বারা সৃষ্ট গ্রাবরেখাকে মধ্য গ্রাবরেখা বলে।

হিমাবদ্ধ গ্রাবরেখাঃ অনেক সময় নানা আকৃতির পাথরের টুকরো হিমবাহের মধ্যে আবদ্ধ হয়। এই ধরনের গ্রাবরেখা হিমাবদ্ধ গ্রাবরেখা নামে পরিচিত।

অবিন্যস্ত গ্রাবরেখাঃ হিমবাহের প্রান্তভাগে ইতস্তত বিক্ষিপ্তভাবে সঞ্চিত গ্রাবরেখাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলে।

বলয়ধর্মী গ্রাবরেখাঃ হিমবাহের প্রান্তভাগে বলয়ের আকারে সঞ্চিত গ্রাবরেখাকে বলয়ধর্মী গ্রাবরেখা বলে।

রোজেন গ্রাবরেখাঃ গ্রাবরেখাগুলি একে অপরের ওপর সঞ্চিত হলে তাকে রোজেন গ্রাবরেখা বলে।

স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখাঃ উপকূল অঞ্চলে হিমবাহ প্রসারিত হলে সমুদ্রের তলদেশে স্তরে স্তরে গ্রাবরেখা সঞ্চিত হয় এদের স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখা বলে।

আশা করি গ্রাবরেখা বা অধঃক্ষিপ্ত হিমবাহ কি? গ্রাবরেখা কিভাবে সৃষ্টি হয়? গ্রাবরেখার শ্রেণিবিভাগএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন