ম্যাজিক বর্গ কাকে বলে? | ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য কি?- বিস্তারিত

ম্যাজিক বর্গ কাকে বলে? ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ম্যাজিক বর্গ কাকে বলে? ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ম্যাজিক বর্গ কাকে বলে? |  ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য কি?

ম্যাজিক বর্গ কাকে বলে? 

কোনো বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান সংখ্যক ক্ষুদ্রতর ঘরে বিভক্ত করে সেই ঘরগুলোতে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এমনভাবে বসানো হয় যেন পাশাপাশি, উপর-নিচ অথবা কোনাকুনি সংখ্যাগুলি যোগ করলে যোগফল একই হয়, এরূপ বর্গকে ম্যাজিক বর্গ বলে।

ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য কি?


ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য :
১. প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি, উপর নিচ, কোনাকুনি যোগ করলে যোগফল একই হয়।

২. প্রতি ক্রমে নির্দিষ্ট এবং ভিন্ন ম্যাজিক সংখ্যা থাকবে।

আশা করি ম্যাজিক বর্গ কাকে বলে? ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন