বাষ্পীভবন কাকে বলে? | বাষ্পীভবন ও পরিস্রাবণের মধ্যে পার্থক্য কি?- বিস্তারিত

বাষ্পীভবন (Vaporization) কাকে বলে? বাষ্পীভবন ও পরিস্রাবণের মধ্যে পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা বাষ্পীভবন (Vaporization) কাকে বলে? বাষ্পীভবন ও পরিস্রাবণের মধ্যে পার্থক্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

বাষ্পীভবন কাকে বলে? | বাষ্পীভবন ও পরিস্রাবণের মধ্যে পার্থক্য কি?- বিস্তারিত

বাষ্পীভবন (Vaporization) কাকে বলে? 

যে প্রক্রিয়ায় তাপ দিয়ে তরল পদার্থকে বাষ্পে পরিণত করা হয় সেই প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। 

যেমন– চায়ের কাপে গরম চা রাখলে ঐ গরম চা থেকে পানি বাষ্প হয়ে উড়ে যায়।

তরলের বাষ্পীভবন দুটি পদ্ধতিতে হয়- বাষ্পায়ন (evaportion) এবং স্ফুটন (boiling)।
যে কোন উষ্ণতায় তরলের শুধুমাত্র উপরতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে।

অপরদিকে, একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমস্ত অংশ থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে স্ফুটন বলে।

বাষ্পীভবন ও পরিস্রাবণের মধ্যে পার্থক্য কি?

বাষ্পীভবন ও পরিস্রাবণের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো–
বাষ্পীভবন
  • বাষ্পীভবন পদ্ধতিতে তাপ দিয়ে তরল পদার্থকে বাষ্পে পরিণত করা হয়।
  • বাষ্পীভবন পদ্ধতিতে সমসত্ত্ব মিশ্রণের উপাদানসমূহকে পৃথক করা যায়।

পরিস্রাবণ
  • পরিস্রাবণ পদ্ধতিতে ভাসমান কঠিন অদ্রবণীয় পদার্থকে তরল পদার্থ থেকে ছেঁকে পৃথক করা হয়।
  • পরিস্রাবণ পদ্ধতিতে অসমসত্ত্ব মিশ্রণের উপাদানসমূহ হতে পৃথক করা যায়।


আশা করি বাষ্পীভবন (Vaporization) কাকে বলে? বাষ্পীভবন ও পরিস্রাবণের মধ্যে পার্থক্য কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন