তরল কেলাস অবস্থা কাকে বলে? 3f অরবিটাল গঠন সম্ভব হয় না কেন?- বিস্তারিত

তরল কেলাস অবস্থা কাকে বলে? 3f অরবিটাল গঠন সম্ভব হয় না কেন?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা তরল কেলাস অবস্থা কাকে বলে? 3f অরবিটাল গঠন সম্ভব হয় না কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

তরল কেলাস অবস্থা কাকে বলে? 3f অরবিটাল গঠন সম্ভব হয় না কেন?

তরল কেলাস অবস্থা কাকে বলে? 

যে অবস্থায় কোন পদার্থ তরল পদার্থের মত প্রবাহিত হতে পারে আবার কঠিন পদার্থের মত ত্রিমাত্রিক আণবিক গঠন অর্জন করে তাকে পদার্থের তরল কেলাস অবস্থা বলে। এ অবস্থায় পদার্থের কিছু বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম থাকে। 

যেমন- (১) পদার্থের গঠন কাঠামােতে কিছু নমনীয় এবং কিছু দৃঢ় অংশ থাকে। (২) এ অবস্থায় পদার্থ আলােক ধর্ম প্রদর্শন করে। তাই বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন- ক্যালকুলেটার, থার্মোমিটার ইত্যাদিতে ডিজিটাল প্রদর্শনীর কাজে এগুলি ব্যবহৃত হয়।

3f অরবিটাল গঠন সম্ভব হয় না কেন?

3f অরবিটাল গঠন সম্ভব হয় না। কারণ 3f অরবিটালের ক্ষেত্রে-
প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, n = 3
সহকারী কোয়ান্টাম সংখ্যার মান, l = 0, 1, 2
আমরা জানি, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, 1, 2 এর জন্য কেবল s, p ও d অরবিটাল সম্ভব। কিন্তু f অরবিটাল গঠনের জন্য l = 3 হতে হয় যা 3f নেই। তাই 3f অসম্ভব।

আশা করি তরল কেলাস অবস্থা কাকে বলে? 3f অরবিটাল গঠন সম্ভব হয় না কেন?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন