এসএসসি (SSC) ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর [2023]

এসএসসি (SSC) ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “এসএসসি (SSC) ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই। 

এসএসসি (SSC) ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর


এসএসসি (SSC) ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর


১. দেওয়াল মানচিত্র কোথায় ব্যবহারের জন্য তৈরি করা হয়?

ক. শ্রেণিকক্ষ খ. মাঠ 

গ. বাজার ঘ. রাস্তায়

সঠিক উত্তর : ক


২. মূল মধ্যরেখা থেকে ৫° পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে?

ক. ১৬ খ. ২০ 

গ. ২৪ ঘ. ২৮

সঠিক উত্তর : খ


৩. মানচিত্রের ইংরেজি শব্দ কোনটি?

ক. Map খ. Mep 

গ. Mape ঘ. Ment

সঠিক উত্তর : ক


৪. Mappa শব্দটি কোন ভাষার?

ক. ইংরেজি খ. উর্দু 

গ. ল্যাটিন ঘ. স্প্যানিশ

সঠিক উত্তর : গ


৫. মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়?

ক. ২টি খ. ৩টি 

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর : খ


৬. টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?

ক. ভূ–সংস্থানিক মানচিত্র

খ. মৌজা মানচিত্র

গ. দেয়াল মানচিত্র

ঘ. ভূ–চিত্রাবলি মানচিত্র

সঠিক উত্তর : ক


৭. বাংলাদেশে সাধারণত কোন স্কেল অনুসরণ করা হয়?

ক. ব্রিটিশ স্কেল খ. আমেরিকান স্কেল

গ. ফরাসি স্কেল ঘ. জাপানি স্কেল

সঠিক উত্তর : ক


৮. স্থান অনুযায়ী জনসংখ্যা দেখানো হয় কোন ধরনের মানচিত্রে?

ক. ভূ-তাত্ত্বিক খ. সামাজিক

গ. সাংস্কৃতিক ঘ. বণ্টন

সঠিক উত্তর : ঘ


৯. কোনো নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায় কোনটির মাধ্যমে?

ক. GPS খ. GIS

গ. Are-Info ঘ. Are-View

সঠিক উত্তর : ক


১০. আমাদের পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা দ্বারা ভাগ করা হয়েছে?

ক. ৯০° খ. ১৮০°

গ. ২৬০° ঘ. ৩৬০°

সঠিক উত্তর : ঘ


১১. জিপিএস তার রিসিভার দিয়ে কোথা থেকে তথ্য সংগ্রহ করে?

ক. ভূ–উপগ্রহ

খ. গ্রিনিচ মান মন্দির

গ.মোবাইল থেকে

ঘ. আবহাওয়া অফিস থেকে

সঠিক উত্তর : ক


১২. কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার ওপর আসে, তখন ঘড়িতে কয়টা বাজে?

ক. ১০টা খ. ১২টা 

গ. ১টা ঘ. ২টা

সঠিক উত্তর : খ


১৩. যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?

ক. ২টি খ. ৪টি

গ. ৬টি ঘ. ৮টি

সঠিক উত্তর : খ


১৪. কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে?

ক. ২টি খ. ৩টি 

গ. ৫টি ঘ. ৬টি

সঠিক উত্তর : ঘ


১৫. গ্রিনিচ কোথায় অবস্থিত?

ক. লন্ডনে খ. ফ্রান্সে 

গ. জার্মানিতে ঘ. রোমে

সঠিক উত্তর : ক


১৬. বাংলাদেশ যুক্তরাজ্যের কোন দিকে অবস্থিত?

ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে 

গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে

সঠিক উত্তর : ক


১৭. প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য কত সময়ের ব্যবধান হয়?

ক. ৪ মিনিট খ. ৮ মিনিট 

গ. ১২ মিনিট ঘ. ১৬ মিনিট

সঠিক উত্তর : ক


১৮. GIS-এর পূর্ণরূপ কী?

ক. Global Information System

খ. Global Ideology System

গ. Geographical Information System

ঘ. Geography Identity System

সঠিক উত্তর : গ


১৯. সর্বপ্রথম কত সালে GIS কৌশলটির ব্যবহার শুরু হয়?

ক. ১৮৬৪ সালে খ. ১৯৬৫ সালে

গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৬৮ সালে

সঠিক উত্তর : ক


২০. কোন দেশে সর্বপ্রথম GIS কৌশলের ব্যবহার আরম্ভ হয়?

ক. যুক্তরাষ্ট্রে খ. জাপানে 

গ. কানাডায় ঘ. মিসরে

সঠিক উত্তর : গ


২১. মানচিত্রের উত্পত্তি হয়েছে কেন?

ক. ব্যবসা করতে

খ. যুদ্ধের জন্য

গ. পড়াশোনা করতে

ঘ. ঘরে বসে বিশ্বকে জানতে

সঠিক উত্তর : ঘ


২২. ৩৬০° দ্রাঘিমারেখাকে কী দ্বারা ভাগ করা হয়েছে?

ক. অক্ষাংশ

খ. স্থানীয় সময়

গ. মূল মধ্যরেখা

ঘ. প্রমাণ সময়

সঠিক উত্তর : গ



২৩. কিসের ভিত্তিতে একটি দেশের প্রমাণ সময় একাধিক হতে পারে?

ক. দেশের আয়তন

খ. দেশের জনসংখ্যা

গ. জলবায়ুর অবস্থা

ঘ. সাংস্কৃতিক বৈচিত্র্য

সঠিক উত্তর : ক


২৪. পৃথিবী নিজ মেরুরেখার চারদিকে কোন দিক থেকে ঘোরে?

ক. পশ্চিম থেকে পূর্বে

খ. পূর্ব থেকে পশ্চিমে

গ. উত্তর থেকে দক্ষিণে

ঘ. দক্ষিণ থেকে উত্তরে

সঠিক উত্তর : ক


২৫. ক ও খ স্থানের দ্রাঘিমা যথাক্রমে ৯০° পূর্ব ও ৭০° পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?

ক. ১ ঘণ্টা

খ. ১ ঘণ্টা ২০ মিনিট

গ. ১ ঘণ্টা ৩০ মিনিট

ঘ. ২ ঘণ্টা ৩০ মিনিট

সঠিক উত্তর : খ


২৬. যুক্তরাষ্ট্রে ৪টি প্রমাণ সময় থাকার যৌক্তিক কারণ কোনটি?

ক. অধিক জনসংখ্যা

খ. সাংস্কৃতিক বৈচিত্র্য

গ. বৃহৎ আয়তন

ঘ. পূর্ব দিকে অবস্থান

সঠিক উত্তর : গ


২৭. সাংস্কৃতিক মানচিত্রে যে ধরনের বিষয় থাকে-

i. ঐতিহাসিক স্থান

ii. অর্থনৈতিক অবস্থা

iii. রাষ্ট্রের সীমা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ



২৮. জিপিএস দ্বারা যে ধরনের বিষয় জানা যায়—

i. একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশ 

ii. দ্রাঘিমাংশ 

iii. উচ্চতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


২৯. জলবায়ুগত মানচিত্রে যেটি সম্পৃক্ত থাকে—

i. বায়ুর চাপ 

ii. বৃষ্টিপাত 

iii. তাপমাত্রা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


৩০. একটি দেশে একাধিক প্রমাণ সময় হওয়ার কারণ কী?

ক. সময় ঠিক রাখার জন্য 

খ. বিদেশিদের জন্য

গ. শিল্পায়নের জন্য

ঘ. জনসংখ্যা বৃদ্ধির জন্য

সঠিক উত্তর : ক



৩১. ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা ৪৫° পূর্ব। উভয় স্থানের সময়ের ব্যবধান কত?

ক. ১ ঘণ্টা খ. ২ ঘণ্টা

গ. ৩ ঘণ্টা ঘ. ৪ ঘণ্টা

সঠিক উত্তর : গ


৩২. কোনটি গুণগত মানচিত্রের অন্তর্গত?

ক. বায়ুর উত্তাপ

খ. বৃষ্টিপাতের পরিমাণ

গ. শিল্প উত্পাদন

ঘ. স্থানীয় বৈচিত্র্যসূচক

সঠিক উত্তর : ঘ


৩৩. GPS-এর পূর্ণরূপ কী?

ক. General Post System

খ. General Positioning System

গ. Global Post System

ঘ. Global Positioning System

সঠিক উত্তর : ঘ


৩৪. পৃথিবীর স্থানিক তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কী?

ক.জিপিএস খ. জিআইএস

গ. সে*ক্সট্যান্ট ঘ. রেইনগেজ

সঠিক উত্তর : ক


৩৫. জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়?

ক. ১৯৬৪ খ. ১৯৮০

গ. ১৯৮৮ ঘ. ২০০৬

সঠিক উত্তর : খ


৩৬. মানচিত্রে দিক দেখানো না থাকলে কোন দিককে উত্তর দিক ধরা হবে?

ক. ডান দিক খ. বাম দিক

গ. উপরের দিক ঘ. নিচের দিক

সঠিক উত্তর : গ



৩৭. কাজের ওপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. ২ খ. ৩ 

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : ক


৩৮. ভূ-চিত্রাবলি মানচিত্রকে ইংরেজিতে কী বলে?

ক. কেরোগ্রাফিক্যাল

খ. টপোগ্রাফিক

গ. ক্যাডাস্ট্রল

ঘ. দেওয়াল 

সঠিক উত্তর : ক


৩৯.প্রথম কোন দেশের লোকজন মানচিত্র তৈরি করেন?

ক. ইংল্যান্ড খ. যুক্তরাষ্ট্র

গ. ভারত ঘ. মিসর

সঠিক উত্তর : ঘ


৪০. ৬০° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত ঘণ্টা হবে?

ক. ৩ ঘণ্টা খ. ৪ ঘণ্টা

গ. ৫ ঘণ্টা ঘ. ৬ ঘণ্টা

সঠিক উত্তর : খ


৪১. কোনটি দ্বারা প্রতিভূ অনুপাত প্রকাশ পায়?

ক. RF খ. GPS 

গ. GIS ঘ. GS

সঠিক উত্তর : ক


৪২. আমাদের দেশে যখন দুপুর ১২টা তখন যুক্তরাজ্যের লন্ডন শহরের সময় কত?

ক. রাত ১২টা খ. দুপুর ১২টা

গ. সন্ধ্যা ৬টা ঘ. সকাল ৬টা

সঠিক উত্তর : ঘ


নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মানচিত্রে তথ্য উপস্থাপনের জন্য শিরোনাম, স্কেল, উভয় দিক, সূচক, তথ্য-উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।


৪৩. কোনো অঞ্চলের মানচিত্র বোঝার জন্য কোনটি প্রয়োজন?

ক. স্কেল খ. শিরোনাম

গ. উভয় দিক ঘ. সূচক

সঠিক উত্তর : খ




৪৪. উদ্দীপক অনুসারে প্রতিটি মানচিত্রে উল্লেখ করতে হবে—

i. প্রতীক

ii. সূচক 

iii. স্থানের নাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক


৪৫. ‘ক্যাডাস্ট্র’ শব্দের অর্থ কী?

ক. রেজিস্ট্রিকৃত 

খ. নিজের সম্পত্তি

গ. বাজেয়াপ্ত 

ঘ. রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি

সঠিক উত্তর : ঘ


৪৬. প্রকৃতিবিষয়ক মানচিত্রের অপর নাম কী?

ক. স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র

খ. মৌজা মানচিত্র

গ. ভূ-চিত্রাবলি মানচিত্র

ঘ. দেওয়াল মানচিত্র

সঠিক উত্তর : গ




৪৭. ছোট এলাকাকে বড় করে দেখানো হয় কোন ধরনের মানচিত্রে?

ক. বৃহৎ স্কেলের মানচিত্রে 

খ. ক্ষুদ্র স্কেলের মানচিত্রে

গ. পরিমাণগত মানচিত্রে 

ঘ. দেওয়াল মানচিত্রে

সঠিক উত্তর : ক


৪৮. আমাদের দেশের মৌজা মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্র?

ক. ক্যাডাস্ট্রাল খ. দেওয়াল

গ. টপোগ্রাফিক ঘ. কেরোগ্রাফিক্যাল

সঠিক উত্তর : ক


৪৯. মানচিত্রে ব্যবহৃত প্রতীক দ্বারা কী নির্দেশিত হয়?

ক. সূচক খ. তথ্য

গ. উপাত্ত ঘ. স্কেল

সঠিক উত্তর : ক


৫০. সবচেয়ে আদর্শ ও জনপ্রিয় মানচিত্র কারা তৈরি করেছে?

ক. ভারতীয়রা খ. জাপানিরা 

গ. কানাডীয়রা ঘ. ব্রিটিশরা

সঠিক উত্তর : ঘ

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে এসএসসি (SSC) ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন