ফ্লাই অ্যাশ কি? ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলতে কী বোঝ? [2023]

ফ্লাই অ্যাশ কি? ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলতে কী বোঝ?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ফ্লাই অ্যাশ কি? ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলতে কী বোঝ?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ফ্লাই অ্যাশ কি? ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলতে কী বোঝ?

ফ্লাই অ্যাশ কি? 

ফ্লাই অ্যাশ হলো অত্যন্ত সূক্ষ্ম কণার ছাই, যা গুঁড়া কয়লার দহন থেকে সৃষ্ট হয়।

ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলতে কী বোঝ?

মাত্রাতিরিক্ত নাইট্রোজেন যুক্ত সার (যেমন- ইউরিয়া, টিএসপি, অ্যামোনিয়াম সালফেট প্রভৃতি ব্যবহারের ফলে) পানিতে মিশে ধুয়ে-মুছে খাল-বিল, নদী-নালায় এসে পড়ে। নাইট্রোজেন সার জলাধারে অধিক পুষ্টি যোগান দেওয়ার ফলে জলজ শেওলা ও আগাছা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায় ও পরবর্তী সময়ে মৃত্য ঘটে, ব্যাকটেরিয়া এসব মৃত আগাছা ও শৈবালের পচন ঘটাতে অধিক পরিমাণে পানির দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। 

ফলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং অক্সিজেনের অভাবে মাছ মরে যায়। জলজ পরিবেশের এ ধরনের দূষণকে ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ফ্লাই অ্যাশ কি? ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলতে কী বোঝ? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন