K₂Cr₂O₇ এর ব্যবহারের সুবিধা- রসায়ন [২০২৩]

K₂Cr₂O₇ এর ব্যবহারের সুবিধা:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “K₂Cr₂O₇ এর ব্যবহারের সুবিধা” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

K₂Cr₂O₇ এর ব্যবহারের সুবিধা

K₂Cr₂O₇ এর ব্যবহারের সুবিধা

K₂Cr₂O₇ এর ব্যবহারের সুবিধা সমূহ নিম্নরূপঃ 

১. যেহেতু K₂Cr₂O₇ লবণ হিসেবে পাওয়া যায় এবং পানিশোষী নয় তাই একে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ রূপে আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয়। 

২. আয়রন (II) লবণে আয়রনের পরিমাণ নির্ধারণের জন্য অম্লীয় মাধ্যমে K₂Cr₂O₇ এর প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয়।

৩. এছাড়াও ক্লোরাইড আয়নের উপস্থিতিতে K₂Cr₂O₇ এর প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয়। কারণ এরূপ বিক্রিয়ায় ক্লোরাইড আয়নের স্ট্যান্ডার্ড বিজারণ বিভব হলো +1.36V. ফলে ক্লোরাইড আয়ন K₂Cr₂O₇ দ্বারা জারিত হয় না।

Cl₂ +2e-  <---->2Cl-

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে K₂Cr₂O₇ এর ব্যবহারের সুবিধা বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন