সক্রিয় নাইট্রোজেন কি?- রসায়ন [২০২৩]

সক্রিয় নাইট্রোজেন কি?:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি আপনারা “সক্রিয় নাইট্রোজেন কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

সক্রিয় নাইট্রোজেন কি?

সক্রিয় নাইট্রোজেন কি?

নাইট্রোজেন গ্যাসের মধ্যে বিদ্যুৎ ক্ষরণের ফলে নাইট্রোজেনের যে রূপভেদ পাওয়া যায় তা সাধারণ নাইট্রোজেন অপেক্ষা যথেষ্ট ক্রিয়াশীল বলে এরূপ নাইট্রোজেনকে সক্রিয় নাইট্রোজেন বলে। 

সক্রিয় নাইট্রোজেন অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটায়। যা সাধারণ নাইট্রোজেনের পক্ষে সম্ভব নয়।

যেমনঃ সক্রিয় নাইট্রোজেনের সাথে লোহিত ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক এর বিক্রিয়ায় এদের নাইট্রাইট গঠিত হয়। 

  • Mg + N₂ -----> Mg₃N₂
  • P + N₂ -------> PN
  • Ca + N₂ -------> Ca₃N₂

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে সক্রিয় নাইট্রোজেন কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন