BOD ও COD এর মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “BOD ও COD এর মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
BOD ও COD এর মধ্যে পার্থক্য কি?
পানিতে উপস্থিত জৈব পদার্থের বিয়োজন প্রক্রিয়ায় যে পরিমাণ অক্সিজেন গৃহীত হয় তা হলো BOD। অন্যদিকে, পানিতে উপস্থিত জৈব ও অজৈব যৌগের জারণ প্রক্রিয়ায় গৃহীত অক্সিজেনের পরিমাণ হলো COD।
BOD প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া দ্বারা জারণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অপরদিকে, COD প্রক্রিয়ায় তীব্র জারক পদার্থ দ্বারা জারণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পানির COD এর মান BOD এর মান অপেক্ষা বেশি হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে BOD ও COD এর মধ্যে পার্থক্য কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।