লিগ্যান্ড এর শ্রেণীবিভাগ- রসায়ন [২০২৩]

লিগ্যান্ড এর শ্রেণীবিভাগ:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “লিগ্যান্ড এর শ্রেণীবিভাগ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

লিগ্যান্ড এর শ্রেণীবিভাগ

লিগ্যান্ড এর শ্রেণীবিভাগ

লিগ্যান্ড কে তিন ভাগে ভাগ করা যায়।

১. মনোডেনটেট বা একদন্তী লিগ্যান্ড।

২. ডাইডেনটেট বা দ্বিদন্তী লিগ্যান্ড।

৩. পলিডেনটেট লিগ্যান্ড।

১. মনোডেনটেট বা একদন্তী লিগ্যান্ডঃ যে লিগ্যাড কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সাথে একটি মাত্র সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে মনোডেনটেট বা একদন্তী লিগ্যান্ড বলে। 

যেমনঃ NH₃ , CO , CN- ইত্যাদি।

২. ডাইডেনটেট বা দ্বিদন্তী লিগ্যান্ডঃ যেসব লিগ্যান্ড কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সাথে দুটি সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হতে পারে তাদেরকে ডাইডেনটেট বা দ্বিদন্তী লিগ্যান্ড বলা হয়। 

যেমনঃ ইথিলিন ডাই অ্যামিন, ইথেন ডাই অয়েট আয়ন (-OOC -COO-) ইত্যাদি।

৩. পলিডেনটেট লিগ্যান্ডঃ যেসব লিগ্যান্ড কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সাথে দুই এর অধিক সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে তাদেরকে  পলিডেনটেট লিগ্যান্ড বলা হয়। 

যেমনঃ EDTA.


আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে লিগ্যান্ড এর শ্রেণীবিভাগ বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন