স্লাইড ক্যালিপার্স কি? - রসায়ন [২০২৩]

স্লাইড ক্যালিপার্স কি? :  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি আপনারা “স্লাইড ক্যালিপার্স কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

স্লাইড ক্যালিপার্স কি?  - রসায়ন [২০২৩]

স্লাইড ক্যালিপার্স কি?

স্লাইড ক্যালিপার্স একটি বিশেষ ধরনের দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র। যেখানে মূল স্কেলের সাথে একটি ভার্নিয়ার স্কেল স্থাপন করা থাকে এবং বস্তুকে দুটি চেয়ালের মাঝখানে রেখে তার দৈর্ঘ্য পরিমাপ করা হয়। ভার্নিয়ার স্কেলটি প্রধান স্কেলের গা ঘেঁষে চলাচল করতে পারে বলে এই যন্ত্রকে স্লাইড ক্যালিপার্স বলে। 

স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তু দৈর্ঘ্য নির্ণয়ঃ দৈর্ঘ্য = (প্রধান স্কেল পাঠ) + (ভার্নিয়ার স্কেল পাঠ) x (ভার্নিয়ার ধ্রুবক) - (±যান্ত্রিক ত্রুটি)।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে স্লাইড ক্যালিপার্স কি?  বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন