এসিড বৃষ্টি কি? - রসায়ন [২০২৩]

এসিড বৃষ্টি কি?

এসিড বৃষ্টি কি?
: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “এসিড বৃষ্টি কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

এসিড বৃষ্টি কি?

আমরা প্রতিনিয়ত বিভিন্ন জ্বালানি ব্যবহার করে থাকি। এসব জ্বালানি দহনের ফলে CO₂ ; SO₂ ; SO₃ ; NO₂ ; NO গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন হওয়ার সাথে সাথে এই গ্যাসগুলি  বায়ুমণ্ডলে সাথে মিশ্রিত হচ্ছে। 

বৃষ্টিপাতের সময় এই গ্যাস গুলি বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে বিভিন্ন এসিড তৈরি করে। এই অ্যাসিড যুক্ত বৃষ্টির পানিতে অ্যাসিড বৃষ্টি বলে।

  • CO₂ + H₂O -----> H₂CO₃
  • SO₂ + H₂O ------> H₂SO₃
  • SO₃ + H₂O ------> H₂SO₄
  • NO₂ + H₂O -----> HNO₃
  • NO + H₂O -----> HNO₂

এছাড়াও বজ্রপাতের সময় দুটি মেঘের মধ্যে যখন সংঘর্ষ ঘটে তখন সেখানে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়। এই তাপমাত্রায় বায়ুমন্ডলের নাইট্রোজেন, অক্সিজেন দ্বারা জারিত হয়ে এবং উৎপন্ন করে।যা পরবর্তীতে পানির সাথে যুক্ত হয়ে এসিড গঠন করে। এই এসিড বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়।

  • N₂ + O₂ ------> 2NO
  • 2NO + O₂ <------> 2NO₂
  • NO₂ + H₂O -----> HNO₃

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে এসিড বৃষ্টি কি?  বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন