দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণ পদ্ধতি- রসায়ন [২০২৩]

দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণ পদ্ধতি: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণ পদ্ধতি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণ পদ্ধতি

দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণ পদ্ধতি

দাহ্য রাসায়নিক পদার্থকে সংরক্ষণের জন্য এদেরকে আগুন ও তাপ থেকে দূরে রাখতে হবে। এছাড়া এদেরকে অগ্নিস্ফুলিঙ্গের পরিবেশ থেকেও অনেক দূরে রাখতে হবে। 

যে স্থানে এ সকল পদার্থ সংরক্ষণ করা হয় সেই স্থানে স্বাভাবিক চলাচল ও পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকতে হবে।

সংরক্ষণের ক্ষেত্রে এ সকল পদার্থ গুলির মধ্যে যেন ঘর্ষণ না ঘটে। তাছাড়া LiH ; LiAlH₄ কে নিষ্ক্রিয় পরিবেশ এবং Na কে কেরোসিনের নিচে সংরক্ষণ করতে হবে।


আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণ পদ্ধতি বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন