সেন্টিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “সেন্টিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
সেন্টিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন?
প্রমান দ্রবনের ক্ষেত্রে দ্রবের পরিমান সঠিকভাবে জানা থাকে।
সেন্টিমোলার দ্রবণের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলি দ্রাবকে 0.01 মোল দ্রব্য দ্রবীভূত থাকে।
সেন্টিমোলার অর্থ কোন পদার্থের আণবিক ভরের একশত ভাগের এক ভাগ (0.01মোল) 1 লিটার দ্রাবকে দ্রবীভূত থাকলে তাকে সেন্টিমোলার দ্রবণ বলে। এক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা 0.01 mol/L বা 0.01M হয়।
যেহেতু সেন্টিমোলার দ্রবণে নির্দিষ্ট আয়তনে দ্রব্যের পরিমান নির্দিষ্ট অর্থাৎ জানা থাকে।
একারণে সেন্টিমোলার দ্রবণকে প্রমাণ দ্রবণ বলা হয়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সেন্টিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”