গ্লাসসামগ্রীকে পরিষ্কার না করলে কি সমস্যা হতে পারে: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “গ্লাসসামগ্রীকে পরিষ্কার না করলে কি সমস্যা হতে পারে” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
গ্লাসসামগ্রীকে পরিষ্কার না করলে কি সমস্যা হতে পারে
রসায়ন পরীক্ষাগারে বিভিন্ন বিক্রিয়া ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। এসব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন গ্লাসসামগ্রী ব্যবহার করা হয়।
এসব সামগ্রীতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, তৈলাক্ত পদার্থ ও ময়লা যুক্ত থাকে। অপরিষ্কার এসব পাত্রে কাজ করলে পরীক্ষার সঠিক ফলাফল পাওয়া যায় না।
এছাড়া অনেক মূল্যবান কাঁচ পাত্র রয়েছে যাদের দীর্ঘদিন পরিষ্কার না করলে ক্ষয় হয়ে যেতে পারে বা অকেজো হয়ে যেতে পারে। এতে অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়। এইজন্যে পরীক্ষাগারে গ্লাসসামগ্রী পরিষ্কার রাখা দরকার।