অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ার কাকে বলে? অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ারের প্রয়ােজনীয়তা।: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ার কাকে বলে? অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ারের প্রয়ােজনীয়তা।” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ার কাকে বলে?
যে অ্যামপ্লিফায়ারের সাহায্যে অডিও ফ্রিকুয়েন্সির সিগন্যাল ভােল্টেজকে বিবর্ধিত করা হয়, তাকে অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ার বলে।
অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ারের প্রয়ােজনীয়ত
এএম বা এফএম ডিটেক্টর থেকে যে আউটপুট পাওয়া যায় তাকে সরাসরি পাওয়ার অ্যামপ্লিফায়ারে দেওয়া যায় না, পাওয়ার অ্যামপ্লিফায়ার শুধুমাত্র সিগন্যালের কারেন্ট ও ভােল্টেজ লেভেলকে একটি নির্দিষ্ট সীমায় বাড়ায়। এ পাওয়ার বাড়ানাের পূর্বে সিগন্যালের ভােল্টেজ বৃদ্ধি করতে হয়। আর এ সিগন্যালের ভােল্টেজকে বাড়ানাের কাজই অডিও ভােল্টেজ অ্যামপ্লিফায়ার সম্পাদন করে, যার মাধ্যমে শুধুমাত্র সিগন্যালের ভােল্টেজকে বাড়ানাে হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ার কাকে বলে? অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ারের প্রয়ােজনীয়তা। বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।