তড়িৎ চুম্বক কাকে বলে? | তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা

তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা।:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা।” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

তড়িৎ চুম্বক কাকে বলে? | তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা

তড়িৎ চুম্বক কাকে বলে? 

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ব্যবহার করে যে চুম্বক তৈরি করা হয় তাকে তড়িৎ চুম্বক বলে। অন্তরিত পরিবাহী তারের স্প্রিং এর ভিতরে কাঁচা লোহা বা ইস্পাতের দণ্ড প্রবেশ করিয়ে তড়িৎ চুম্বক তৈরি করা হয়। তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করলে দণ্ডটি অস্থায়ী চুম্বকত্ব লাভ করে৷ এই অস্থায়ী চুম্বকই তড়িৎ চুম্বক।

তড়িৎ চুম্বক এর ব্যবহার

তড়িৎ চুম্বকের ব্যবহার নিচে দেয়া হলো:

  • স্পিকার, মাইক্রোফোন ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়।
  • লোহা ও ইস্পাতের ভারি জিনিস উঠানামা করার কাজে যে ক্রেন ব্যবহার করা হয় তাতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়।
  • চোখের ভিতর লোহা বা ইস্পাতের ছোট কণা ঢুকলে তা বের করার কাজে ব্যবহার করা হয়।

তড়িৎ চুম্বক ব্যবহারের সুবিধা

শক্তিশালী স্থায়ী চুম্বক তৈরি করার খরচ বেশি। প্রকৃতিতেও শক্তিশালী স্থায়ী চুম্বক পাওয়া যায় না। কিন্তু অল্প খরচে শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি করা যায়। তড়িৎ চুম্বকের চৌম্বক প্রাবল্যের মান সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা। বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন