স্পাইজেলের ব্যবহার- রসায়ন [২০২৩]

স্পাইজেলের ব্যবহার: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “স্পাইজেলের ব্যবহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

স্পাইজেলের ব্যবহার







স্পাইজেলের ব্যবহার

স্পাইজেলের ব্যবহার নিম্নরূপঃ

১. ম্যাঙ্গানিজ ও কার্বন, আয়রনের মধ্যে উপস্থিত FeO কে বিজারিত করে মুক্ত আয়রন তৈরি করে।

২. ম্যাঙ্গানিজ ও কার্বন, ইস্পাতকে শক্ত ও মজবুত করে।

৩. ম্যাঙ্গানিজ ইস্পাতের ভারবহন ক্ষমতা বৃদ্ধি করে।

৪. ম্যাঙ্গানিজ লৌহের মধ্যে উপস্থিত অপদ্রব্য S ও MnS ধাতুমলে পরিণত করে।

৫. ইস্পাত তৈরিতে স্পাইজেল ব্যবহৃত হয়।

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে স্পাইজেলের ব্যবহার বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন