তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় কেন?
বিক্রিয়া সংগঠনের জন্য বিক্রিয়ক সমূহের মধ্যে সংঘর্ষ ঘটতে হয়। সংঘর্ষের জন্য বিক্রিয়ক সমূহকে পরস্পরের সংস্পর্শে আসতে হবে।বিক্রিয়ক সমূহের গতিশক্তি যত বৃদ্ধি পাবে, বিক্রিয়ক অণুগুলি তত দ্রুত চলাচল করবে।
এতে করে বিক্রিয়ক অণুগুলির মধ্যে ততবেশি সংঘর্ষ ঘটবে এবং অধিক সংখ্যক বিক্রিয়ক উৎপাদ গঠন করবে। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়। যার কারনে সংঘর্ষের পরিমাণ বাড়ে যার কারণে বিক্রিয়ার গতিবেগও বৃদ্ধি পায়।
এজন্য বলা যায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”