বুলিয়ান বীজগণিত কাকে বলে: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “বুলিয়ান বীজগণিত কাকে বলে” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
বুলিয়ান বীজগণিত কাকে বলে?
যৌক্তিক চলক এবং যুক্তিমূলক অপারেশনসমূহের সহযােগে গঠিত গণিতকেই বুলিয়ান বীজগণিত বলে।
প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল (George Boole) ১৮৫৪ সালে বুলিয় বীজগণিত নিয়ে আলােচনা করেন। এ বীজগণিত মূলত সত্য এবং মিথ্যা এ দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে রচিত হয়েছে।
বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর বুলিয় বীজগণিতের সত্য এবং মিথ্যাকে বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হয়।
বুলিয় বীজগণিতে শুধু বুলিয় যােগ এবং গুণ-এর মাধ্যমে সমস্ত অঙ্ক করা হয়। যােগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেবরা কতগুলাে নিয়ম মেনে চলে ।
এ নিয়মগুলােকে বুলিয়ান স্বতঃসিদ্ধ (Postulates) বলা হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে বুলিয়ান বীজগণিত কাকে বলে বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।