বাইপোলার ট্রানজিস্টর কাকে বলে? [2023]

বাইপোলার ট্রানজিস্টর কাকে বলে:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “বাইপোলার ট্রানজিস্টর কাকে বলে” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

বাইপোলার ট্রানজিস্টর কাকে বলে?


বাইপোলার ট্রানজিস্টর কাকে বলে?

যে সমস্ত ট্রানজিস্টরে হোল ও ইলেকট্রন এই দুই ধরনের বাহকের কারণে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয় ঐ সমস্ত ট্রানজিস্টরকে বাইপোলার ট্রানজিস্টর বলে।

ইলেকট্রনিক্স  বিষয়ের প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। n-টাইপ অর্ধপরিবাহী কাকে বলে?

উত্তরঃ অর্ধপরিবাহী পদার্থে পঞ্চযোজী মৌল ভেজাল বা অপদ্রব্য হিসেবে মেশালে তাদের মধ্যে ঋণাত্মক আধান বাহক ইলেকট্রন গরিষ্ঠ আধান বাহক হিসেবে কাজ করে। এধরনের অর্ধপরিবাহীকে n-টাইপ অর্ধপরিবাহী বলে।

প্রশ্ন-২। ফেজ লিড কাকে বলে?

উত্তর : নেগেটিভ ফেজ এঙ্গেলকে ফেজ লিড বলে।

প্রশ্ন-৩। প্রাইমারি ট্রান্সমিশন কাকে বলে?

উত্তরঃ জেনারেটিং স্টেশনের ট্রান্সফরমার থেকে সাব-স্টেশনের ট্রান্সফরমার পর্যন্ত বিদ্যুৎ শক্তি পৌঁছানাের ব্যবস্থাকে প্রাইমারি ট্রান্সমিশন বলে।

প্রশ্ন-৪। ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার এর ব্যবহার লিখ।

উত্তরঃ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার এর ব্যবহার নিম্নরূপঃ

১. ইন্টারকমে ব্যবহার করা হয়।

২. রেডিওতে ব্যবহার করা হয়।

৩. মাইকে ব্যবহার করা হয়।

৪. অ্যালার্ম বর্তনীতে ব্যবহার করা হয়।

প্রশ্ন-৫। কালেক্টর বা সংগ্রাহক কাকে বলে?

উত্তরঃ ট্রানজিস্টরের অন্য পাশের অংশ যা আধান সংগ্রহ করে তাকে কালেক্টর বা সংগ্রাহক বলে। সংগ্রাহককে সর্বদা বিমুখী ঝোঁক প্রয়ােগ করা হয়।

প্রশ্ন-৬। এসডিবি এর সাইজ কিসের উপর নির্ভর করে?

উত্তরঃ এসডিবি এর সাইজ লোড সার্কিট, লোডের পরিমাণ, ফুল লোড কারেন্ট ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর নির্ভর করে।

প্রশ্ন-৭। রেজিস্ট্যান্সে পাওয়ার অপচয়–কথাটির অর্থ কি?

উত্তরঃ যখন কোনো বৈদ্যুতিক বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন বর্তনীতে রেজিস্ট্যান্সের জন্য তাপ উৎপন্ন হয়। ফলে বর্তনীতে রেজিস্ট্যান্সের জন্য পাওয়ার অপচয় (I2R) হয়।

 এই অপচয়কে রেজিস্ট্যান্সের পাওয়ার অপচয় বলে।

প্রশ্ন-৮। ইনক্যানডিসেন্ট ল্যাম্প সাধারণত কত ওয়াটের হয়ে থাকে?

উত্তরঃ ইনক্যানডিসেন্ট ল্যাম্প সাধারণত ৫, ৬০, ১০০ এবং ২০০ ওয়াটের হয়ে থাকে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে বাইপোলার ট্রানজিস্টর কাকে বলে বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন