ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে পার্থক্য কি? [2023]

ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে পার্থক্য কি?ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে পার্থক্য কি?

ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলোঃ

যেসকল পরিবাহী ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করে তাকে ইলেকট্রনিক বা ধাতব পরিবাহী বলে। 

অপরদিকে, যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং সেই সাথে তাদের রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলে।

ধাতব পরিবাহী পদার্থের কোনরূপ পরিবর্তন হয় না। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে রাসায়নিক বিক্রিয়া ঘটে ও নতুন পদার্থের সৃষ্টি হয়।

সকল ধাতু ও গ্রাফাইট ধাতব পরিবাহী। অপরদিকে, গলিত লবণ, এসিড, ক্ষার ও লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। 

এর সাথে ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে পার্থক্য কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন