ডেটল কি? ডেটলের ব্যবহার [2023]

ডেটল কি? ডেটলের ব্যবহার:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ডেটল কি? ডেটলের ব্যবহার। বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ডেটল কি? ডেটলের ব্যবহারডেটল কি? ডেটলের ব্যবহার

ডেটল হচ্ছে একটি জনপ্রিয় এন্টিসেপটিক এবং জীবাণুনাশক হলুদ বর্ণের তরল মিশ্রণ। 

ডেটল কতগুলাে রাসায়নিক পদার্থে তৈরি একটি প্রতিরােধক যা সজীব কোষ-কলার উপর জীবাণুর জন্ম ও বৃদ্ধি রােধ করে। 

ডেটলের প্রধান কার্যকরী উপাদান ক্লোরােজাইলিনল যা ডেটলে সর্বোচ্চ ৪.৮% থাকে। ডেটলের অন্যান্য উপাদানগুলাে হলাে- আইসাে প্রােপানল, পাইন অয়েল, ক্যাস্টর অয়েল, সাবান এবং পানি।

ডেটলের ব্যবহার 

স্যাভলনের মতো ডেটল পানির সাথে মিশিয়ে কাটা, ছেড়া, পােকায় আক্রান্ত স্থানে তুলার সাহায্যে লাগালে জীবাণু সংক্রমণ রােধ হয়। 

ডেটল এবং স্যাভলন দুটোই অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হলেও এদের গঠন উপাদান ভিন্ন। 

স্যাভলন হলাে ক্লোরােহেক্সিডিন গ্লুকোনেট ও সেট্রিমাইড দ্রবণের মিশ্রণ। এছাড়া পরিচ্ছন্নতার কাজে যেমন- গােসলের সময়, ধোয়া-মােছার কাজে, প্রসূতি, শিশু ও রােগীর ব্যবহৃত পােশাক ও অন্যান্য কাপড়, বিছানাপত্র, ঘরের মেঝে, বাথরুম ইত্যাদি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে ডেটল ব্যবহার করা হয়। 

ডেটল পানির সাথে না মিশিয়ে ব্যবহার করা উচিৎ নয় এবং শিশুদের নাগালের বাইরে রাখা উচিৎ।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ডেটল কি? ডেটলের ব্যবহার। বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন