ভোল্টমিটার ও অ্যামিটার কি? ৫ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ভোল্টমিটার ও অ্যামিটার কি? ৫ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ভোল্টমিটার ও অ্যামিটার কি? ৫ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝায়?
বিদ্যুতের প্রবাহ মাপার জন্য অ্যামিটার এবং ভোল্টেজ মাপার জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। এই দুটো পরিমাপ যন্ত্রই সাধারণত এক জায়গায় থাকে এবং দুটোকে মিলিয়ে অনেক সময় মাল্টি মিটার বলা হয়।
মাল্টি মিটারে সাধারণত একটি ডায়াল থাকে এবং এই ডায়ালটি ঘুরিয়ে বিভিন্ন মাত্রার ভোল্টেজ কিংবা বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট মাপা যায়।
আমাদের গৃহস্থালি ভোল্টেজ এসি হওয়ার কারণে সব মাল্টি মিটারেই এসি কিংবা ডিসি ভোল্টেজ এবং কারেন্ট মাপা যায়।
আজকালকার মাল্টি মিটার শুধু ভোল্টেজ এবং কারেন্ট নয় আরো অনেক কিছু মাপতে পারে।
৫ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝায়?
৫ অ্যাম্পিয়ারের ফিউজ বলতে বোঝায় এর মধ্য দিয়ে ৫ অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজের তার উত্তপ্ত হয়ে গলে যাবে এবং তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে।
এতে ৫ অ্যাম্পিয়ারের অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত না হওয়ার ফলে কোনো দুর্ঘটনাও ঘটবে না এবং যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ভোল্টমিটার ও অ্যামিটার কি? ৫ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝায়? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।