পেপটাইড বন্ধন কাকে বলে? পেপটাইড বন্ধনের বৈশিষ্ট্য: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “পেপটাইড বন্ধন কাকে বলে? পেপটাইড বন্ধনের বৈশিষ্ট্য” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
পেপটাইড বন্ধন কাকে বলে? পেপটাইড বন্ধনের বৈশিষ্ট্য
একটি অ্যামিনো এসিডের কার্বক্সিল গ্রুপ (–CHOOH) এর সাথে অপর একটি অ্যামিনো এসিডের অ্যামিনো গ্রুপ মিলে যে বন্ধন তৈরি করে, তাকে পেপটাইড বন্ধন বলে।
প্রোটিনের ভিতরে অ্যামিনো অ্যাসিডরা এই বন্ধনেই আবদ্ধ থাকে। রেসোনান্সের ফলে পেপটাইড বন্ধনে ৪০% দ্বিবন্ধন বৈশিষ্ট্য (৬০% একবন্ধন) আছে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে পেপটাইড বন্ধন কাকে বলে? পেপটাইড বন্ধনের বৈশিষ্ট্য বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।