লিন্টেল কি এবং বিবরণ | লিন্টেল কত প্রকার? | লিন্টেলের প্রয়োজনীয়তা

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “লিন্টেল কি এবং বিবরণ”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

লিন্টেল কি এবং বিবরণ

লিন্টেল বীমের মতো সোজা করে দরজা-জানালা বা এ জাতীয় ফাঁক ফোঁকর এর উপর স্থাপিত যে অনুভূমিক কাঠামো তৈরী করা হয় তাকে লিন্টেল বলে। লিন্টেল বীমের মতোই কাজ করে থাকে এবং উহার উপর আরোপিত লোডকে খাড়া ভাবে সাপোর্টে স্থানান্তর করে থাকে।

লিন্টেল কত প্রকার?

লিন্টেল মোট ছয় প্রকার-

  1. কাঠের লিন্টেল।
  2. পাথরের লিন্টেল।
  3. ইটের লিন্টেল।
  4. স্টীলের লিন্টেল।
  5. আর সি সি লিন্টেল।
  6. আর বি লিন্টেল।

লিন্টেলের প্রয়োজনীয়তা


• ফোঁকরের পার্শ্বস্থ এবং উপরস্থ দেওয়ালকে একত্রে সংযুক্ত করে কাঠামোর শক্তি বৃদ্ধি করার জন্য।

• উপরস্থ কাঠামো বা দেওয়ালের ভার বহন করার জন্য।

• এটি যে কোন দৈর্ঘ্যে এবং যে কোন লোডের জন্য ব্যবহার করা যায়।

• এটি পচে না, ঘুণে ধরেনা, বেঁকে যায় না এবং আগুনে পুরে না।

• দরজা-জানালার ফ্রেম লাগানোর ক্ষেত্রে সুবিধার জন্য।

• এটি অধিক দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী হয়।

• এটি তুলনামূলকভাবে কম ব্যয়সাপেক্ষ এবং সহজে নির্মাণ করা যায়।

• সানশেড স্থাপনে কাঠামোগত সুবিধা পাওয়ার জন্য।

আরসিসি লিন্টেল অধিক ব্যবহত হয়ার কারণ

আশা করি আপনারা লিন্টেল কি এবং বিবরণ, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন