১০" গাথুনী সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ধারনা তুলে ধরা হল [২০২৩]

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “১০" গাথুনী সম্পকে সম্পূর্ণ বিস্তারিত ধারনা তুলে ধরা হল”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

১০" গাথুনী সম্পকে সম্পূর্ণ বিস্তারিত ধারনা তুলে ধরা হল

১০" গাথুনী ইনফোরম্যাশন ও এষ্টিমেট দেওয়া হলঃ

একটা ফ্লাটে কিছু কিছু জায়গায় ১০" গাথুনী ব্যবহার করা হয় অনুপাত ১:৬

যেমন

সিড়ির দুই পাশের ওয়াল দুই ফ্লাটের মাঝের ওয়াল আবার কখন ও বাহিরের ওয়াল ডিজাইন ওয়াল ইত্যাদি।

১০" গাথুনী আমরা ঘনফুটে হিসাব করি

ধরি একটি ফ্লাটে ৫ টি ১০" ওয়াল গাথুনী আছে

= ১৫'-০'x৮'-৬"x০'-১০"= ১০৫.৮৩

= ৮'-৯"x৯'-৬''x০'-১০" = ৬৮.৯৯

= ১১'-০"x৯'-৬"x০'-১০" = ৮৬.৭৪

= ৭'-০"x৮'-৬"x০'-১০" = ৪৯.৩৯

= ৫'-৬"x৮'-৬''x০'-১০" = ৩৮.৮০

মোট ৩৪৬.৭৫ ঘনফুট

মালামাল

আমরা জানি গাথুনীর কাজে ৩৫% শুকনা মাসলা লাগে তাহলে,

শুকনা মসলার পরিমান

= ৩৪৬.৭৫x৩৫÷১০০

= ১২১.৩৬ ঘনফুট

অনুপাতের যোগফল = (১+৬) = ৭

সিমেন্ট = (১২১.৩৬x১÷৭)÷১.২৫

= ১৩.৮৭ ব্যাগ

বালি = ১২১.৩৬x৬÷৭

= ১০৪.০২ ঘনফুট

ইট আমরা জানি ১ ঘনফুট গাথুনীতে ১১.৫ টা ইট লাগে।

ইট = ৩৪৬.৭৫x১১.৫০

= ৩৯৮৭.৬৩

~ ৩৯৮৮ টি

 ৫" গাথুনী ইনফোরম্যাশন ও এষ্টিমেট দেওয়া হল।

একটা ফ্লাটে বেশীর ভাগ জায়গায় ৫" গাথুনী ব্যবহার করা হয়

অনুপাত ১:৪

৫" গাথুনী আমরা বর্গফুটে হিসাব করি।

ধরি একটি ফ্লাটে ১৫ টি ৫" ওয়াল গাথুনী আছে

= ১৫'-০'x৯'-৬"x৪= ৫৭০.০০

= ৯'-৯"x৯'-৬''x৩= ২৭৭.৮৮

= ১১'-০"x৮'-৬"x৩=২৮০.৫০

= ৭'-০"x৮'-৬"x৪= ২৩০.০০

= ৮'-৬"x৯'-৬''x১= ৮০.৭৫

মোট ১৪৩৯.১৩ বর্গফুট

এখানে

দরজা আছে,

৩'-৪"x৭'-০"x৪= ৯৩.২৪

২'-৬"x৭'-০"x৩= ৫২.৫০

জানালা,

৫'-০x৪'-৬"x৪= ৯০.০০

৫'-০"x৬'-৬"x২= ৬৫.০০

মোট ৩০০.৭৪ বর্গফুট

নিট গাথুনী= (১৪৩৯.১৩-৩০০.৭৪)

= ১১৩৮.৩৯ বর্গফুট

মালামাল

আমরা জানি ৫" গাথুনীর কাজে

১০০ বর্গফুটে সিমেন্ট লাগে =২.৬ ব্যাগ

১০০ বর্গফুটে বালি লাগে = ১৭ ঘনফুট

১০০ বর্গফুটে ইট লাগে = ৫০০ টি

সিমেন্ট = (১১৩৮.৩৯÷১০০x২.৬)

= ২৯.৬০ ব্যাগ

বালি = ১১৩৮.৩৯÷১০০x১৭

= ১৯৩.৭০ ঘনফুট

ইট = ১১৩৮.৩৯÷১০০x৫০০

= ৫৬৯১.৯৫

~ ৫৬৯২ টি_______১.খোয়ার হিসাব→

* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।

* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।

* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।

২.বালির হিসাব→

* ১০৯ ফিট = ১২.২৫cft,

* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।

* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।

১.ঢালাই এর হিসাব→

* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।

* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।


প্রশ্নঃ- দৈর্ঘ্য ১০'-০", ও প্রস্থ ১০'-০" বিশিষ্ট একটি কক্ষের দেওয়ালের উচ্চতা ৯'-৬" এবং দেওয়ালের পুরুত্ব ১০"। দেওয়ালটি (১:৪) অনুপাতে গাথুনী করা হয়েছে। প্রয়োজনীয় মালামালের পরিমান বাহির করতে হবে। এখানে একটি দরজা আছে ৩'-৪"x৭'-০" সাইজের। একটি জানালা আছে ৫'-০"x৪'-৬'' সাইজের।


সমাধানঃ-

গাথুনীর দৈর্ঘ্য = ১০'-০"x২+১০'-০"x২

= ৪০'-০"

গাথুনীর পরিমান = ৪০'-০"x৯'-৬"x০'-১০"

= ৩১৫.৪০ ঘনফুট

দরজা ও জানালায় গাথুনীর পরিমান

= ৩'-৪"x৭'-০"x০'-১০"

= ১৮.৩৫ ঘনফুট

= ৫'-০"x৪'-৬"x০'-১০"

= ১৮.৬৬ ঘনফুট

নিট গাথুনী = ৩১৫.৪০-(১৮.৩৫+১৮.৬৬)

= ২৭৮.৩৯ ঘনফুট

মালামাল

শুকনা মসলার পরিমান ৩৫%

= ২৭৮.৩৯x০.৩৫

= ৯৭.৪৪ ঘনফুট

অনুপাত (১:৪)

অনুপাতের যোগফল = (১+৪) = ৫

সিমেন্ট = (৯৭.৪৪x১÷৫)÷১.২৫

= ১৫.৫৯ ব্যাগ

বালি = (৯৭.৪৪x৪÷৫)

= ৭৭.৯৫ ঘনফুট

ইট = ২৭৮.৩৯x ১১.৫০

= ৩২০১.৪৮ পিচ

আশা করি আপনারা ১০" গাথুনী সম্পকে সম্পূর্ণ বিস্তারিত ধারনা তুলে ধরা হল, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন