প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্যসমুহ ২০২৩

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্যসমুহ নিম্নরুপ”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্যসমুহ নিম্নরুপ

উৎকৃষ্ট মানের ইট বা প্রথম শ্রেণীর ইট আকারে সুষম্। এর তলগুলো সমান,কিনার ও কোণগুলো সুক্ষ্ণ এবং পাশগুলো সমান্তরাল।

এগুলোর বাংলাদেশী মানসম্মত পরিমাপ (240X112X70) মিমি থেকে একটু কম-বেশি হতে পারে।

উৎকৃষ্ট ইট সাধারণত গাঢ় লাল বা তাম্র বর্ণের হয়ে থাকে।

উৎকৃষ্ট ইটের কাঠিন্য এমন যে এতে নঁখ বা ছুড়ি দিয়ে আঁচর কাটা যায় না।হাতুরি দ্বারা আঘাত করলে ঝনঝন শব্দ হয়।


আশা করি আপনারা প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্যসমুহ নিম্নরুপ, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন