বুয়েটের টেষ্টিং সার্ভিস পেতে করণীয়

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “বুয়েটের টেষ্টিং সার্ভিস পেতে করণীয়”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

বুয়েটের টেষ্টিং সার্ভিস পেতে করণীয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) থেকে কোন নির্মাণ সামগ্রীর টেষ্ট পেতে হলে যা যা করতে হবে নিন্মে তা তুলে ধরা হল :

ক) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/প্রকৌশলীর মোবাইল নম্বর উল্লেখ করে টেষ্ট এর নাম লিখে “পরিচালক, বিআরটিসি, বুয়েট” বরাবরে চিঠি লিখতে হবে,

খ) বিআরটিসি অফিসে চিঠিটি জমা দিয়ে বিআরটিসি নম্বর নিতে হবে,

গ) স্যাম্পলের গায়ে বিআরটিসি নম্বরটি লিখে ল্যাবরেটরীতে টেষ্ট স্যাম্পল জমা দিতে হবে,

ঘ) সংশ্লিষ্ট ল্যাবরেটরী থেকে টেষ্ট স্যাম্পল রিসিভ করাতে হবে,

ঙ) পুরকৌশল ভবন, ৪র্থ তলা, রুম নং : ৪০৮ এ এসে বিআরটিসি নম্বর সহ চিঠিটি টেষ্ট-ইন-চার্জের নিকট উপস্থাপন করে টেষ্ট ফি জেনে নিয়ে ব্যাংক ড্রাপ করে স্লিপ সংগ্রহ করতে হবে এবং টেষ্ট রিপোর্ট পাওয়ার সম্ভাব্য তারিখ জেনে নিতে হবে,

চ) সোনালী ব্যাংক, বুয়েট শাখায় ব্যাংক ডিপোজিট স্লিপটি নিয়ে টাকা জমা দিয়ে রশিদের অংশ সংগ্রহ করে টাকা জমা দেওয়ার স্ক্রল নম্বর সহ অন্যান্য তথ্য চিঠিতে (সীল দেওয়া অংশে) পূরণ করে কনক্রিট ল্যাবে রক্ষিত বক্সে চিঠিটি রাখতে হবে,

ছ) নির্ধারিত দিনে টাকা জমা দেওয়ার রশিদ দেখিয়ে পুরকৌশল ভবন, ৪র্থ তলা, রুম নং : ৪০৮ এ এসে টেষ্ট রিপোর্ট সংগ্রহ করতে হবে,

জ) রিপোর্টিং এ কোন রকম ভুল ভ্রান্তি আছে কিনা টেষ্ট রিপোর্ট পাওয়ার পর পরই তা ভালভাবে দেখে নিতে হবে ।

প্রয়োজনে যোগাযোগ : (শনিবার থেকে বুধবার সকাল ৯টা হতে বিকাল ৫টা/ বৃহষ্পতিবার সকাল ৯টা হতে দুপুর ১টা)

প্রফেসর ডঃ মোঃ সামছুল হক, টেষ্ট-ইন-চার্জ, পুরকৌশল বিভাগ

মোবাইল : ০১৮১৯ ৫৫৭৯৬৪; ফোন : ৯৬৬ ৫৬৫০-৮০/৭২২৬; ফ্যাক্স : ৯৬৬ ৫৬৩৯; 

ওয়েবঃhttp://www.buet.ac.bd/ce/;http://www.buet.ac.bd/ce/Test%20Rate.pdf

BRTC SAMPLE LETTER

Date: _____________

Director

BRTC

BUET

Dhaka – 1000

ATTN: MME Dept

Subject: Request for conducting _________________ test

Dear Sir,

We request you to conduct the following tests. The samples are in sealed/unsealed condition.

(a) _______________________

(b) _______________________

All test fees will be paid as per your rules and regulations.

Kind Regards

Name: ___________________________

Designation: ______________________

Company Name: __________________________________________________

Company Address: ________________________________________________

Telephone Number: ________________

Mobile Number: ___________________


আশা করি আপনারা বুয়েটের টেষ্টিং সার্ভিস পেতে করণীয়, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন