রডের ক্ষেত্রে 500W, গ্রেড,TMT এগুলো কী বোঝায়? বাড়ি তৈরীর সময় কী করে বুঝবো কোন রড লাগবে

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “রডের ক্ষেত্রে 500W, গ্রেড,TMT এগুলো কী বোঝায়? বাড়ি তৈরীর সময় কী করে বুঝবো কোন রড লাগবে”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

রডের ক্ষেত্রে 500W, গ্রেড,TMT এগুলো কী বোঝায়? বাড়ি তৈরীর সময় কী করে বুঝবো কোন রড লাগবে


রডের ক্ষেত্রে,

500 বলতে বোঝায় 500 MPa [ MPa= Mega pascal]

W বলতে বোঝায় Weldable.

1 MPa = 145 psi [ psi= per pound square inch]

500 MPa= 500*145 psi = 72,500 psi = 72.5 ksi বা 72.5 গ্রেড

60 বা 72.5 এরকম গ্রেড বলতে কি বোঝায়?

60 বা 72.5 গ্রেড বলতে বোঝায় ঐ রডের নমনীয় বিন্দুর সর্বোচ্চ শক্তি 60 ksi বা 72.5 ksi.

এখানে, ksi= kip per square inch

1 kip= 1000 pound.

TMT bar বলতে বোঝায়, thermo mechanically treated bar অর্থাৎ ঐ রিনফোর্সমেন্ট স্টিল/রড অগ্নি প্রতিরোধী।


বাড়ি তৈরির ক্ষেত্রে সাধারণত 10 mm, 12 mm, 16 mm, 20 mm ব্যাসের রড এবং 40-60 ksi এর রড ব্যবহৃত হয়। আপনার বাড়ির জন্য কোন ধরনের রড উপযুক্ত সেটা আপনার বাড়ির ডিজাইন যে ইঞ্জিনিয়ার করেছেন উনিই বলে দিবেন।

আশা করি আপনারা রডের ক্ষেত্রে 500W, গ্রেড,TMT এগুলো কী বোঝায়? বাড়ি তৈরীর সময় কী করে বুঝবো কোন রড লাগবে, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন