টাইলস করার পদ্ধতি 2023

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “টাইলস করার পদ্ধতি”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

টাইলস করার পদ্ধতি

নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে -

  • প্রথমে ইলেকট্রিক্যাল এর কাজ সম্পন্ন করতে হবে
  • ফ্লোরকে চিপিং করতে হবে ।
  • পাইপ দিয়ে ওয়াটার লেভেল ঠিক করতে হবে।
  • সবগুলো টাইলস একই লেভেলে থাকবে।
  • ফ্লোর লেভেল কে এক করতে হবে এবং প্রতি রুমে লেভেলিং পায়া দিয়ে ইন্ডিকেট করতে হবে।
  • টাইলস ফ্লোরে (১:৪) ও দেয়ালে (১:৩) রেশিং তে করতে হবে।
  • টালি/ টাইলস আগের দিন ভিজাতে হবে।
  • টাইলস বিছানোর পর রাবার হাতুড়ি দিয়ে বসাতে হবে।
  • গোলা আওয়াজ হলে বুঝতে হবে ভয়েড আছে।
  • টাইলস লাগানোর পর সেগুলো পরিষ্কার করতে হবে।
  • ২৪ ঘন্টা কিউরিং করতে হবে।
  • ফ্লোর টাইলস এর আগে ওয়াল টাইলস লাগাতে হবে।

ধন্যবাদ। পরবর্তী আপডেট সহজে পেতে আমাদের ব্লগ টিকে ইমেইল সাবস্ক্রিপশন করে রাখতে পারেন। 


আশা করি আপনারা টাইলস করার পদ্ধতি, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন