ভবনের মেঝেতে রডের ব্যবহার কি? আসল ব্যাখা 2023

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “ভবনের মেঝেতে (floor) রডের ব্যবহার কি ”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

ভবনের মেঝেতে (floor) রডের ব্যবহার কি?

ফ্লোরে রড ব্যবহার করা হয় নিম্নোক্ত কারনে:

১. যাতে তা এর ওপর বসবাসকারী ও আসবাবের ওজন ধরে রাখতে পারে । শুধু সিমেন্ট ঢালাইয়ের সে ক্ষমতা নেই ।

২. ভুমিকম্প বা ভুমিধ্বস অথবা মাটির সামান্য পরিবর্তনে যেন ধসে না পড়ে । সিমেন্ট ঢালাইয়ের ওপর টান বল ও মোচড় বল প্রয়োগ করলে তা নিমেষেই ভেঙ্গে যায় । এক্ষেত্রে জেনে রাখা ভালো যে আমরা যে মাটির উপর বসবাস করছি এর ভুমিরুপের প্রায়ই বিভিন্ন কারনে পরিবর্তন ঘটে যা আমরা বুঝতে পারিনা । কয়েক বছর পর লক্ষ করলে মাটির দেবে যাওয়া, ক্ষয়ে যাওয়া এমনকি ক্ষেত্রবিশেষে সরে যাবার মত ঘটনাও টের পাওয়া যায় ।

৩. ফ্লোর আজকাল সাধারণত বিম ও কলামের সঙ্গেই ঢালাই করা হয়ে থাকে । ফলে কলামের ওপর প্রযুক্ত লম্ব বল বা ওজন (ইমারতের ও অন্যান্য) বিমের মধ্যে সমভাবে ছড়িয়ে ভারসাম্য বজায় রাখতে যথেষ্টই সহায়তা করে ।


আশা করি আপনারা ভবনের মেঝেতে (floor) রডের ব্যবহার কি, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন