হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Tor Kinare Lyrics (তোর কিনারে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Tor Kinare Lyrics In Bengali
হো.. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।
এ কেমন মায়া, দেখি তোর ছায়া
স্বপ্ন রঙে শুধু তোকে সাজাই, তোকে সাজাই,
ও .. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।
মনেরই কথা দিলাম জানিয়ে
আমারই সাথে তুই নে না মানিয়ে।
এ কেমন মায়া, দেখি তোর ছায়া
স্বপ্ন রঙে শুধু তোকে সাজাই, তোকে সাজাই,
ও .. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।
আয় না এবার দু'পা বাড়িয়ে
সুখেরই দেশে যাবো হারিয়ে,
এ কেমন মায়া, দেখি তোর ছায়া
স্বপ্ন রঙে শুধু তোকে সাজাই, তোকে সাজাই,
ও.. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।
Tor Kinare In English
Tor kinare mon minare jete chai
Aaj arale haat barale beche jai
E kemon maya dekhi tor chaya
Shopno ronge shudhu toke sajai
Moneri kotha dilam janiye
Amari sathe tui ne na maniye
Aay na ebar dupaa bariye
Sukheri deshe jabo hariye
Tor Kinare Song Details
- Song : Tor Kinare
- Singer : Leon Litu
- Music : Sajid Sarker
- Tune : Akaash Sen
- Lyrics : Robiul Islam Jibon
- Director : V Creation & Team
- Production : V Creation
- GFX : Nahid Hossain
- Label : Central Music and Video [CMV
Tags:
Lyrics