হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ki Sundor Ek Ganer Pakhi Lyrics (কি সুন্দর এক গানের পাখি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Ki Sundor Ek Ganer Pakhi Lyrics In Bengali
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে,
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে,
দেখতে ভালো, গায় সে ভালো
আরো ভালো লুকাই তো তার অন্তরে,
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে,
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে।
পাখি টার চোখে আছে যাদু
পাখি টার মুখে আছে মধু,
যখন তখন জারে পুইরা মারে,
যখন তখন জারে পুইরা মারে
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে,
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে।
পাখিটারে দিতে হয় গানের বায়না
এ ছাড়া সে কারো বাড়ী যেতেই চায় না,
ভালোবাসা দিলে পাখি কত কি করে,
ভালোবাসা দিলে পাখি কত কি করে
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে,
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে।
পাখি টারে দিতে গিয়ে প্রেমের মালা
বিনিময়ে পেয়েছি কতই জ্বালা,
তবু সালাম পাখির লাইগা চিন্তা করে,
তবু মনে পাখির লাইগা চিন্তা করে
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে,
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে
দেখতে ভালো, গায় সে ভালো
আরো ভাল লুকায় তো তার অন্তরে,
কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে..
Ki Sundor Ek Ganer Pakhi In English
Ki sundor ek gaaner pakhi
Mon niya se khela kore
Dekhte valo gaay se bhalo
Aar valo lukaito tar ontore
Pakhitar chokhe ache jadu
Pakhi tar mukhe ache modhu
Jokhon tokhon jare puira maare
Pakhitare dite giye premer mala
Binimoye peyechi kotoi jwala
Tobu salam pakhir laiga chinta kore
Ki Sundor Ek Ganer Pakhi Song Details
- Song : Ki Sundor Ek Gaaner Pakhi
- Singer : Mariya
- Lyrics & Tune : Baul Abdus Salam Sarkar
- Music : Ankur Mahamud
- Story & Directed by : Eagle Team
- DOP : Johir Rayhan
- Edit & Color : Shamim Hossain
- Produced by : Kachi Ahmed
- Label : Eagle Music
Tags:
Lyrics