হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jege Jege Lyrics (জেগে জেগে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jege Jege Lyrics In Bengali
জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে নানা না না..
ঠোঁটের শহর আদর সৈন্যে যেতে
সম্মোহনের সময় হয় না মিথ্যে,
চেনা মোমদানে নিজেকে রেখেছি নিজে
জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে..
দুজনের মাঝে সেলাই দাগের সুতো
স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো,
ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা।
হো.. আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না, আজ রাতে ..
এসো একবার শরীরের পথে পথে
ঘুরে দেখে নি কত অঘটন ঘটে,
মরে যেতে পারি সহজে এতো চাওয়া
বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া।
আজ রাতে চলে যেও না, যেও না, যেওনা
আজ রাতে...
জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে.. নানা না না..
Jege Jege In English
Jege jege koto par kore deoya raat
Aaro kebar mutho moddhe haat
Tomake cheyechi chena rastar moto
Shorire shorir mon tobu okhotto
Aaj raate chole jeo na.
Jege Jege Song Details
- Song : Jege Jege
- Film : Uraan
- Singer : Shreya Ghoshal
- Back vocals : Anasmita Ghosh, Ashmita Kar
- Lyrics : Srijato
- Music : Joy Sarkar
- Director : Tridib Raman
- Label : Amara Muzik Bengali
Tags:
Lyrics