হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Tomar Jonnyo Lyrics (তোমার জন্য) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Tomar Jonnyo Lyrics In Bengali
তোমার জন্য পুজোর ছুটি
একটুকরো মেঘের ফাঁকে রোদের গান,
তোমার জন্য অশ্বিন মাস
কাশের বনে দমকা বাতাস খুশির স্নান।
তোমার জন্য পুজো মানে,
মহালয়ায় সকাল বেলায়, বীরেন বাবু
তোমার জন্য ষষ্ঠী সকাল,
কাঁপছে শহর খুশির ঝড়ে, ভীষণ কাবু।
কোথায় তখন চিলতে আলোয়,
এক মুঠো ভাত একটু নুনে, বেঁচে থাকা
কোথায় তখন বানের জলে,
সব হারিয়েও কোনো মতে, ভেসে থাকা।
যখন তোমার আগমনী
তখন কোথাও নীরবতা,
যখন তোমার সিঁদুর খেলা
তখন কোথাও বিষন্নতা।
যখন তোমার আগমনী
তখন কোথাও নীরবতা,
জানি এবার বলবে তুমি
এসব নেহাত বাচালতা।
তোমার জন্য নতুন জুতো
নতুন জামা নতুন সবই, পুজোর সেলে
তোমার জন্য শহর সাজে
রঙীন সুতোয় ঝলমলিয়ে, নিয়ন জ্বেলে।
তোমার জন্য আকাশ কুসুম
স্বপ্ন শহর খুঁটি পুজোয়, থিমের খেলা
তোমার জন্য শপিং-মলে
চোখ ধাঁধানো মন মাতানো, আলোর খেলা।
যখন তোমার আগমনী
তখন কোথাও নীরবতা,
যখন তোমার সিঁদুর খেলা
তখন কোথাও বিষন্নতা..
Tomar Jonnyo In English
Tomar jonnyo pujor chuti
Ektukro megher fake roder gaan
Tomar jonno ashwin mash
Kasher bone domka batas khushir snsn
Tomar jonno pujo mane
Mohaloyay sokal belay biren babu
Tomar jonno soshti sokal
Kapche shohor khushir jhore vishon kabu
Jokhon tomar agomoni tokhon kothao nirobota
Jokhon tomar sindur khela
Tokhon kothao bishonnota
Tomar Jonnyo Song Details
- yyyyyy
Tags:
Lyrics