হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Monta Amar Hariye Geche Lyrics (মনটা আমার হারিয়ে গেছে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Monta Amar Hariye Geche Lyrics In Bengali
মনটা আমার হারিয়ে গেছে তা মানিনা
কোথায় আছি থাকবো কোথায় তা জানিনা।
আমায় বুঝতে হবে তবে আমায় পাবে
মনের অনুরাগে তাই... তা...ই
মনটা আমার হারিয়ে গেছে তা মানিনা।
হো.. নই সহজ আমি নই
একটুখানি কাছে এলেও অনেক দূরে রই,
নই সহজ আমি নই
একটুখানি কাছে এলেও অনেক দূরে রই,
হাত বাড়ালেই নাগাল পাবে
যদি তোমার মনটা ভাবে,
করছ তুমি ভুল যে অনেক বলছি আগেভাগে,
মনটা আমার হারিয়ে গেছে তা মানিনা
কোথায় আছি থাকবো কোথায় তা জানিনা।
আমায় বুঝতে হবে তবে আমায় পাবে
মনের অনুরাগে তাই... তাই, তাই, তাই
মনটা আমার হারিয়ে গেছে তা মানিনা।
হো.. তাই মনে করাই আজ
যেইনা তুমি ডাকবে কাছে থাকবে আমার কাজ,
তাই মনে করাই আজ
যেইনা তুমি ডাকবে কাছে থাকবে আমার কাজ,
সাধতে হবে তখন আমায় তবে দেব সাড়া তোমায়
বলব তখন তোমায় আমার দারুন ভালো লাগে,
মনটা আমার হারিয়ে গেছে তা মানিনা
কোথায় আছি থাকবো কোথায় তা জানিনা।
আমায় বুঝতে হবে তবে আমায় পাবে
মনের অনুরাগে তাই .. তা...ই
মনটা আমার হারিয়ে গেছে তা মানিনা।
Monta Amar Hariye Geche In English
Mon ta amar hariye geche taa manina
Kothay achi thakbo kothay ta janina
Amay bujhte hobe tobe amay pabe
Moner anurage tai
Monta Amar Hariye Geche Song Details
- Song : Monta Amar Hariye Geche
- Movie : Amar Sangi
- Singer : Vijayta Pandit
- Music : Bappi Lahiri
- Lyricist : Pulak Bandyopadhyay
- Director : Sujit Guha
- Producer : Dipti Pal
- Label : Venus Regional
Tags:
Lyrics