হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Mone Kori Aasam Jabo Lyrics (মনে করি আসাম যাবো) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Mone Kori Aasam Jabo Lyrics In Bengali
মনে করি আসাম যাবো
আসাম গেলে তোমায় পাবো
বাবু বলে কাম কাম সাহেব বলে ধরে আন
আর ওই সর্দার বলে লিবো পিঠের চাম
হে জদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম।
আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল
ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল,
গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান
সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম,
গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান
সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম।
মনে করি আসাম যাবো
আসাম গেলে তোমায় পাবো,
মনে করি আসাম যাব
জোড়া পাঙ্খা টঙাইবো,
বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন
সর্দার বলে লিবো পিঠের চাম,
হে জদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম।
আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল,
ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল।
আর চিঠি তে কি ভুলে মন বিনা দরিশনে
বিথিরে কি ফুটে ফুল বিনা বরিখনে,
চিঠি তে কি ভুলে মন বিনা দরিশনে
বিথিরে কি ফুটে ফুল বিনা বরিখনে,
মনে করি আসাম যাবো
আসামে তে নোকরি লিবো,
মনে করি আসাম যাবো
আসামে তে নোকরি লিবো,
বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন
সরদার বলে লিবো পিঠের চাম,
হে জদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম।
আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল
ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল।
বানাই দিলি কামিন কুলি
টাংগাইলে দিলি পিঠে ঝুলি
ঝুলি টাংগাইল ভিখারি বানাইলি,
নিঠুরোসাম জনমে জনমে কাদাইলি
বানাই দিলি কামিন কুলি
টাংগাইলে দিলি পিঠে ঝুলি
ঝুলি টাংগাইল ভিখারি বানাইলি
নিঠুরোসাম জনমে জনমে কাঁদাইলি।
আম পাতার সিরে সিরে কাজলেরই রেখা
কোন পথে গেলে বন্ধু পাবো তোমার দেখা,
মনে করি আসাম যাবো
আসামে তে নোকরি লিবো,
মনে করি আসাম যাবো
জোড়া পাঙ্খা টঙাইবো,
বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন
সরদার বলে লিবো পিঠের চাম
এ জদুরাম ফাকি দিয়া চলাইলি আসাম।
আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল
ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল,
গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান
সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম,
মনে করি আসাম যাবো
জোড়া পাঙ্খা টঙাইবো,
বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন
সর্দার বলে লিবো পিঠের চাম
হে জদুরাম ফাকি দিয়া চলাইলি আসাম ..
Mone Kori Aasam Jabo In English
Aalkinare nahor gache boga boga ful
Ful ke dekhiya churi dhechake chamrail
Gache moddhe tuloshi boter moddhe paan
Sada saheb faki diya cholaili asam
Mone kori asam jabo asam gele tomay pabo
Mone kori asam jabo jora ponkha tangaibo
Mone Kori Aasam Jabo Song Details
- Song : Mone Kori Aasam Jabo
- Album Name : Rai
- Singer : Iman Chakraborty
- Label : Saregama India Ltd
Tags:
Lyrics