হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Krishno Jane Radha Jane Lyrics (কৃষ্ণ জানে রাধা জানে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Krishno Jane Radha Jane Lyrics In Bengali
কৃষ্ণ জানে রাধা জানে
কি দারুন প্রেমের টানে,
কৃষ্ণ জানে রাধা জানে
কি দারুন প্রেমের টানে,
ছুটে মন মনের পানে
ছুটে মন মনের পানে তুচ্ছ করে ভয়
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।
রীতি নীতির বালাই ভুলে প্রেম চলে তার পথে
হিসাব নিকাশ চলে কি আর উজান মন'রথে।
ছন্দ কলা মানে না সে, ছন্দ কলা
ওরে ছন্দ কলা মানে না সে নিজের তালে রয়,
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।
প্রেমের হাটে ভাবের ক্রেতা মন দিয়ে মন কিনে
জন্মকানা ভাও বোঝেনা জড়ায় মিছে ঋণে।
বন্ধ ঘরে আলোর খেলা, বন্ধ ঘরে
ওরে বন্ধ ঘরে আলোর খেলা কোন পাগলে কয়
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।
কৃষ্ণ জানে রাঁধা জানে
কি দারুন প্রেমের টানে,
ছুটে মন মনের পানে
ছুটে মন মনের পানে তুচ্ছ করে ভয়
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।
Krishno Jane Radha Jane In English
Krisna Jane radha jane
ki darun premer tane
Chute mon moner pane tuccho kore voy
Piriti ghor sadhona soshta bisoy noy
Piriti gor sadona halka bishoy noy
Krishno jane radha jane
ki darun premeer tane
Krishno Jane Radha Jane Song Details
- Song : Krishno Jane Radha Jane
- Movie Name : Indubala
- Singer : Fakir Shabuddin & Sania Roma
- Music : Mohidul Hasan Mon
- Lyric & Tune : Plabon Koreshi
- Story : Joynal Abedin (Joy Sarkar)
- Cinematography : S.M Azahar
- Editor : Shahidul Haque
- Director : Joy Sarkar
- Producer : Dulu Miah
- Label : G Series
Tags:
Lyrics