হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jake Pabo Na Take Ami Lyrics (যাকে পাবো না তাকে আমি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jake Pabo Na Take Ami Lyrics In Bengali
যাকে পাবো না তাকে আমি
কেন জানি না ভালোবাসি,
যে পথে আমি যেতে না চাই
তবু সে পথে বারে বারে আসি।
ও.. যাকে পাবো না তাকে আমি
কেন যানি না ভালোবাসি,
যে পথে আমি যেতে না চাই
তবু সে পথে বারেবারে আসি।
বোবা মনে আমি স্বপ্ন দেখি
মুখে কিছু পারিনা যে বলিতে,
আমার মনের আশা আমায়
আসে শুধু আমাকে ধরিতে।
বোবা মনে,
বোবা মনে আমি স্বপ্ন দেখি
মুখে কিছু পারি না যে বলিতে,
আমার মনের আশা আমায়
আসে শুধু আমাকে ধরিতে।
আমি যে আঁখি জলে ভাসি
কেনো যানিনা ভালোবাসি,
যে পথে আমি যেতে না চাই
তবু সে পথে বারে বারে আসি।
হাত বাড়িয়ে যাকে ধরতে গেলাম
সেতো কভু এসে ধরা দিলো না,
আমার মালা ধুলোতে লুটায়
সেতো কভু হাতে তুলে নিলো না।
পরানে বাজে বরুণ বাঁশি
কেনো যানিনা ভালোবাসি,
যে পথে আমি যেতে না চাই
তবু সে পথে বারে বারে আসি।
হো.. যাকে পাবো না তাকে আমি
কেনো জানিনা ভালোবাসি
যে পথে আমি যেতে না চাই
তবু সে পথে বারে বারে আসি।
Jake Pabo Na Take Ami In English
Jake pabona take ami
keno janina bhalobashi
Je pothe ami jete na chai
Tobu se pothe bare bare ashi
Boba mone ami swapno dekhi
Mukhe kichu parina je bolite
Amar moner asha amay
Ashe sudhu amake dhorite
Jake Pabo Na Take Ami Song Details
- Song Name : Jake Pabo Na Take Ami
- Movie Name : Amanat (1989)
- Singer : Lata Mangeshkar
- Music : Amit Kumar
- Lyrics : Swapan Chakroborty
- Director : Shantanu Bhomick
- Music Label : Echo Entertainment Pvt Ltd
Tags:
Lyrics