হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Harbo Na Lyrics (হারবো না) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Harbo Na Lyrics In Bengali
চোরাবালি মোহনায়
সত্তার ভরসায়
দাঁড়িয়ে আছি ডুবে যাবো না,
তারকাঁটা সীমানা
আমার জন্য না
পেছনে ফেরা হবে না।
পথের বাধা ভেঙ্গে দিয়ে
শত ঝড়ের আঘাত নিয়ে
শিখেছি আমি সবই নিয়তি থেকে,
আমার চোখের কাজল ছুঁয়ে
আঁধার ঝরে আলো হয়ে
শেকলে বাঁধা, আমি নোনা জলে।
না, আর হারবো না
দেবো না আর কেড়ে নিতে
যা আমার অধিকার।
মায়া জালে জড়িয়ে
ধোঁয়াশায় হারিয়ে
পেয়েছি ক্ষত দাগ জীবনে,
পথের বাধা ভেঙে দিয়ে
শত ঝড়ের আঘাত নিয়ে
শিখেছি আমি সবই নিয়তি থেকে,
আমার চোখের কাজল ছুঁয়ে
আঁধার ঝরে আলো হয়ে
শেকলে বাঁধা, আমি নোনা জলে।
না, আর হারবোনা
দেবো না আর কেড়ে নিতে
যা আমার অধিকার।
ভেঙ্গে দিয়ে বন্ধ এ দ্বার
সময় আমার
গড়ে নিবো ঠিকই নিজেরই হাতে,
রবো না বন্ধ ঘরে
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও
ছবি এঁকে যাবো সত্যের প্রতিটি
হারবো না অন্ধকারে।
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার।
Harbo Na In English
Chorabali mohonay sottar vorosay
Dariye achi dube jabo na
Tarkata simana amar jonno na
Pechone phera hobe na
Pother badha venge diye
Shoto jhorer aghat niye
Sikhechi ami sob niyoti theke
Amar chokher kajol chuye
Andhar jhore aalo hoye
Shekole badha ami nona jole
Na ar harbo na
Debo na aar kere nite
Ja amar adhikar
Harbo Na Song Details
- Song Name : Harbo Na
- Movie Name : Nodorai
- Singer : Xefer Rahman
- Music : Mark Don
- Tune : Xefer & Mark Don
- Lyrics : Rakib Hasan Rahul
- Director : Taneem Rahman Angshu
- DOP : Sumon Sarker
- Editor : Moyed
- Cinematographer : Shahadat Shetu
- Music Video Production : Flybot Studios
- Production of Show Motion Limited (STAR Cineplex)
Tags:
Lyrics