হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Dana Nei Lyrics (ডানা নেই) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Dana Nei Lyrics In Bengali
ডানা নেই বলে উড়তে পারিনা
অপার আকাশে,
মানা নেই তবু হাঁটছোনা তুমি আমার
বাঁ পাশে,
অবাক সবাক প্রশ্ন জেগে আছে,
তোমার মনের গন্ধ লেগে আছে,
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?
তোমায় নিয়ে গল্প সাজাবো না,
যদিও জানি তোমার বিকল্প পাবো না,
একদিন আর যাবোনা ওই সুখের তল্লাসে।
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?
তোমার দেশে বৃষ্টি পাঠাবো না,
যদিও ভিজি,
তোমার নামে তা জানো না,
নীল মেঘ আর কাটেনা
সেই স্মৃতির উল্লাসে। হে..
ক্যামন করে বাঁচবো আমি এমন বাতাসে?
ক্যামন করে বাঁচবো আমি এমন বাতাসে?
ডানা নেই বলে উড়তে পারিনা
অপার আকাশে,
মানা নেই তবু হাঁটছোনা তুমি আমার
বাঁ পাশে,
অবাক সবাক প্রশ্ন জেগে আছে,
তোমার মনের গন্ধ লেগে আছে,
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?
Dana Nei In English
Dana nei bole
urte pari na opar akashe
Mana nei tobu hatcho na
tumi amar ba pashe
Obak sobak proshno jege ache
Tomar moner gondho lege ache
Kemon kore bacho ami emon batase
Dana Nei Song Details
- Song: Dana Nei
- Short Film : Chaya
- Singer : Tahsan
- Lyrics : Shomeshwar Oli
- Tune & Music : Ahmmed Humayun
- Story : Vicky Zahed & Zakia Moon
- Screenplay & Direction : Vicky Zahed
- Label : Central Music and Video [CMV]
Tags:
Lyrics