হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Chithira Chilo Elomelo Lyrics (চিঠিরা ছিলো এলোমেলো) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Chithira Chilo Elomelo Lyrics In Bengali
ও.. চিঠিরা ছিলো এলোমেলো
কে জানে তুমি ছিলে কোথায়,
হঠাৎ এ হাওয়া ছুটে এলো
পুরোনো একলা চিলেকোঠায়।
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান..
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো..
দুপুরে ভূতে পাওয়া ছাতে
পৃথিবী একা হয়ে থাকে,
এসেছি মন কেমন সারাতে
তবুও খুঁজিনি তোমাকে।
বিকেলের রোদে মুখ ডুবিয়ে আছি
বিষাদের মিনারে আজান..
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো ..
কখনো ভেবে দেখেছো কি
কতটা একা হয়ে আছি,
শুকিয়ে গেছে দুটো চোখই
কিভাবে খেলি কানামাছি।
হারিয়ে ফেলা নামে ডাকি না আর
চিলেকোঠা ভাঙ্গে বানাই ..
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো..
চিঠিরা ছিলো এলোমেলো
কে জানে তুমি ছিলে কোথায়,
হঠাৎ এ হাওয়া ছুটে এলো
পুরনো একলা চিলেকোঠায়।
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান .
Chithira Chilo Elomelo In English
Chithira chilo elomelo
Ke jane tumi chile kothay
Hotath e hawa chute elo
Purono ekla chilekothay
Shuniyechile amake tumi kobe
Ghumiye poreche se gaan..
Piya bholo, piya bolo obhimaan
Chithira Chilo Elomelo Song Details
- Song : Chithi Ra Chilo (Piya Bolo)
- Album : Mon Kemoner Station
- Vocals : Shreya Ghosal
- Music : Joy Sarkar
- Lyrics : Srijato
- Label : Asha Audio
Tags:
Lyrics