হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Char Deyaler Sahar Lyrics (চার দেয়ালের শহর) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Char Deyaler Sahar Lyrics In Bengali
চারদেয়ালে বন্দী আমার শহর
ঘুমিয়ে পড়েছে চেনা রাস্তার মোড়
বিষম অসুখে হঠাৎ এলো এই অবসর,
কেটেছে নিঃসঙ্গতায় ছুঁতে না পাওয়ার যন্ত্রণায়
মুখ ঢেকেছে এ শহর
কাটে রাতভোর,ব্যস্ততায়,
চোখে ঘুম নেই তাদেরও
যারা আলো জ্বেলে রাখে এ শরীরে
বারবার হাত ধুয়ে নিতে হবে, আলো জ্বালাতেই
চারদেয়ালে বন্দী সময়,
বন্দী এ শহর।
হাতে হাত রেখে না চলার এই আয়োজন
ভাবনাটা কাদের এটাই ভাবার আছে প্রয়োজন,
সংক্রমণের ছোঁয়াচে আগুনে কাঁপে শহর
কাটবে নিঃসঙ্গতায় আর কটাদিন কিছু প্রহর,
আরো কত চিঠি লেখা হবে
না দেখে গাওয়া যাবে, খামখেয়ালেই,
দেয়াল ভরেছে মুখবই আজ
বিকেলের নামাজ পড়া হয়নি একসাথে,
চারদেয়ালেই এ কদিন আলো পাক আগামী
সতর্ক থাক শরীরী সভ্যতা
সঙ্গী এ শহর।
Char Deyaler Sahar In English
Chardeyale bondi amar shohor
Ghumiye poreche chena rastar mor
Bishom ashukhe hotath elo ei oboshor
Keteche nishongotay
chute na paoar jontronay
Mukh dehekeche e shohor
Kaate raatbhor bestotay
Chokhe ghum nei tadero
Jara aalo jwele rakhe e shorire
Barbar haat dhuye nite hobe
aalo jwwalatei
Chardeyale bondi somoy
Bondi E Shohor
Char Deyaler Sahar Song Details
- Song : Char Deyaler Sahar
- Artist : Prithibi
- Lyrics & Composition : Koushik Chakraborty
- Music Arrangement : Prithibi
- Kaushik Chakraborty : Vocals
- Arunangshu Bagchi : Guitar
- Deep Ghosh : Bass Guitar
- Debangshu Bhattacharjee : Guitar
- Deepayan Maitra : Keyboard
- Aniruddha Mondal : Drums
- Videography : Koushik & Eishita Chakraborty
- Production Studio : Noizzone
- Song Label : Prithibi Productions
Tags:
Lyrics