Bolo Dugga Maa Lyrics | বলো দুগ্গা মা লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Bolo Dugga Maa Lyrics (বলো দুগ্গা মা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Bolo Dugga Maa Lyrics | বলো দুগ্গা মা লিরিক্স

Bolo Dugga Maa Lyrics In Bengali

শরৎ এলো মাটির টানে
ছুটিতে এলোমেলো মন,
পুজোর গন্ধে রন্ধ্রে রন্ধ্রে
সিঙ্গেল থাকবো না এখন।

টিন্ডারে সেজেগুজে, পার্টনার খুঁজে'খুঁজে
পেয়েছি তোমারই দেখা,
এক ঝলক হাসি মেখে
কাজল টানা চোখ দেখে ,
গজালো প্রেমের এ পাখা।

পড়লো ঢাকের কাঠি
আজ শুরু পুজোর পার্টি,
সারারাত বাড়ির দেখা নাই।
লালপাড় হলুদ শাড়ি
উড়ু'উড়ু চুল তোমারই
প্যান্ডেল হপিং করে যাই।
আগমনী গানের সুরে
ধুনুচি নাচ ঘুরে ঘুরে
প্রার্থনা তোমার ঠিকানায়।
কাঁসর ঘন্টা বাদ্দি বাজে
সাজলো শহর আলোর সাজে
বলো বলো দুগ্গা মায়ের জয়, জয়, জয়, জয়।

দেখলে তোমায় মন করে কেমন কেমন
একটু ছোঁয়া পেতে চায়,
শিউলির গন্ধে সপ্নে রোমান্স টোমেন্স
লিপস্টিক ভ্যানিশ হয়ে যায়।
পুজোর গানে ছুটি যেখানে
শুনি শুধু তোমারই আওয়াজ।
প্যান্ডেলের আড়ালে ধুনুচি নাচের তালে তালে
তোমাকে কথা দিলাম আজ।

টিন্ডারে সেজেগুজে, পার্টনার খুঁজে'খুঁজে
পেয়েছি তোমারই দেখা,
এক ঝলক হাসি মেখে
কাজল টানা চোখ দেখে ,
গজালো প্রেমের এ পাখা।

পড়লো ঢাকের কাঠি
আজ শুরু পুজোর পার্টি,
সারারাত বাড়ির দেখা নাই।
লালপাড় হলুদ শাড়ি
উড়ু'উড়ু মন তোমারই
প্যান্ডেল হপিং করে যাই।
হাত ধরে পাড়ায় পাড়ায়
ও আমার গ্লেমার বাড়ায়
হিল তোলা পার্টিতে যায়,
আকাশে আতশবাজি,
মন আমার পেলো রাজি
বাইক এর পেছন সীটে চাই, চাই, চাই, চাই।

বলো দুগ্গা মাইকী জয়..
বলো দূর্গা মাইকী জয়..

কাশের বনে হওয়ার হাসি
নীল আকাশে ভেসে চলে,
অষ্টমীর অঞ্জলীর ফুলে
মায়ের হাসি মুখ আমায় বলে।
হলো আজ অপেক্ষার অবসান
মা দুগ্গা ও রাজি,
প্যান্ডেলের আড়ালে ঢাকের কাঠি তালে তালে
তোমাকে কথা দিলাম আজই। 

পড়েছে ঢাকের কাঠি
এবার শুধু পুজোর পার্টি,
সারারাত বাড়ির দেখা নাই।
লালপাড় হলুদ শাড়ি
উড়ু'উড়ু মন তোমারই
আজ আমার বিষম লেগে যায়,
আগমনী গানের সুরে
ধুনুচি নাচ ঘুরে ঘুরে
প্রার্থনা তোমার ঠিকানায়।
আকাশে আলোর ছটা
প্যান্ডেলে বাজি ফাটা
জয় মা দুগ্গার জয়, জয়, জয়, জয়।

বলো দুগ্গা মাইকী জয়..
বলো দূর্গা মাইকী জয়..

Bolo Dugga Maa In English

Shorot elo matir taane
Chutite elomelo mon
Pujor gondhe rondhre rondhre
Single thakbo na ekhon
Tinder e sejeguje partner khuje khuje
Peyechi tomari dekha
Ek jholok hasi mekhe
Kajol tana chokh dekhe
Gojalo premer e pakha

Bolo Dugga Maa Song Details

  • yyyyyy

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন