হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Rongin Ghuri Lyrics (রঙিন ঘুড়ি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Rongin Ghuri Lyrics In Bengali
রঙিন ঘুড়ির মতো
তুমি কার আকাশে উড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো।
কার অপেক্ষায় বসে থাকো পরে নীল শাড়ি
সে কি তোমায় বাসে ভালো আমার চেয়ে বেশি?
ভালো থেকো সুখে থেকো চাইবো আমি রোজই
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি,
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি।
রঙ্গীন ঘুড়ির মতো
তুমি কার আকাশে উড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো।
কিছুদিন আগে তুমি কথা দিয়েছিলে
সারাজীবন রবে আমার পর তবুও হলে,
আমি ছিলাম তোমার কাছে সাজানো এক পুতুল
কেন এমন করলে তুমি কি ছিল গো ভুল ?
ভালো থেকো সুখে থেকো চাইবো আমি রোজই
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি,
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাদি।
রঙীন ঘুড়ির মতো
তুমি কার আকাশে উড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো।
স্মৃতিগুলো তোমার আমার পড়ে আছে মনে
নতুন করে বেঁধেছো ঘর আমার একা করে,
চলে যদি যাবার ছিলো কেন কাছে এলে?
ভালোবাসার বিনিময়ে কিবা আমায় দিলে।
ভালো থেকো সুখে থেকো চাইবো আমি রোজই
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাদি,
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি।
রঙ্গিন ঘুড়ির মতো
তুমি কার আকাশে ওড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো।
Rongin Ghuri In English
Rongin ghurur moto tumi kar akashe uro
Kar sathe aaj amay bhule
mon sajiye chuto
Kar opekkhay bose thako pore nil shari
se ki tomau base valo amar cheye beshi
Valo theko sukhe theko chaibo ami roji
Tumi bhalo acho bole taito sukhe kandi
Rongin Ghuri Song Details
- Song : Rongin Ghuri
- Singer : Keshab Dey
- Lyrics : Ruhani
- Tune : Azim Babu
- Music : Real Ashique
- Directed By : Antor Hasan
- Edit & Color : TD Dipok
- Graphic designer : Asraf Shanto
- Produced By : Mohammad Iqbal Hossain
- Label & Marketing : Six Seasons Multimedia
Tags:
Lyrics