হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Mone Mone Anki Lyrics (মনে মনে আঁকি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Mone Mone Anki Lyrics In Bengali
আজ কেন মেঘ ডাকে
তোর আদরের নামে,
চিঠি লিখে পাঠায়
বৃষ্টির ডাকনামে।
ভেজা মন কাঁদে
আজও তোর নামে,
কে যেন গল্প বলে যায়।
তার পিছু পিছু মন চলে যায়
কোন বাহানায়,
তার পিছু পিছু মন চলে যায়
কোন ইশারায়।
মনে মনে আঁকি, আবেগী আকাশে
কিছু কথা বাকি, বেবাগী পলাশে।
ছিল কিছু রোদ লেখা
স্মৃতি এসে ভালোবেসে,
জোনাকি খুঁজে বেড়ায় কুয়াশা ভোরে।
হাতে আজ হাত রাখা
জল কাঁচে মন ভাসে,
খুব কাছে কল্পনায়
ক্ষণে ক্ষণে ফিরে আসে।
তার পিছু পিছু মন চলে যায়
কোন বাহানায়,
তার পিছু পিছু মন চলে যায়
কোন ইশারায়।
মনে মনে আঁকি, আবেগী আকাশে
কিছু কথা বাকি, বেবাগী পলাশে
Mone Mone Anki In English
Aaj keno megh daake
Tor adorer naame
Chithi likhe pathay
Brishtir daak naame
Veja mon kande aajo tor naame
Ke jeno golpo bole jaay
Tar pichu pichu mon chole jaay
Kon bahanay
Tar pichi pichu non chole jay
Kon isharay
Mone mone anki abegi akash
Kichu kotha baki bebagi polashe
Chilo kichu rod lekha
Smriti ese valobeshe
Jonaki khuje beray kuasha bhore
Mone Mone Anki Song Details
- Song : Mone Mone Anki
- Vocal : Kajol Chatterjee & Rupak Tiary
- Composer : Rupak Tiary
- Lyrics : Subho Chakraborty
- Programming , Mix & Master : Rupak Tiary
- Direction & Post Production : Aditya Paul
Tags:
Lyrics