হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ei Shohor Amar Ar Noy Lyrics (এই শহর আমার আর নয়) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Ei Shoor Amar Ar Noy Lyrics In Bengali
খুব করে আগলে রাখা
দরজা আমার আর নয়,
চেনা গলি ছাড়তে যে আজ
লাগছে ভীষণ ভয়।
কথা ছিলোনা হবে এমন
তবু কেন এমন যে হয়,
হঠাৎ করে জানতে পেলাম
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়।
জানিনা কি আপন হবে কিনা
বোবা ওই দালান কোঠা,
ফিরে কি যাবো আবার
সেই শহরে,
যেই শহরে, বেড়ে ওঠা।
খুব কান্না পেয়েছিলো,
চোখে জমেছিল জল, লেগেছিল ভয়
হঠাৎ যখন জানতে পেলাম
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়।
জমেছিল, অনেক মায়া
শহরের ধূলি কনায়,
ধুয়ে গেলো, আজ কেন
অনেক খোঁজা,
শালিক ভেজা, পাখির ডানায়।
মন পিঞ্জর ভেঙেছিল
হঠাৎ এমন এই ভাঙ্গন,
কি করে যে সয়,
হঠাৎ যখন জানতে পেলাম
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়..
Ei Shohor Amar Ar Noy In English
Khub kore agle rakha
Dorja amar aar noy
Chena goli charte je aaj
Laagche vishon bhoy
Kotha chilona hobe emon
TObu keno emon je hoy
Hotath kore jante pelam
Ei sohor amar aar noy
Ei Shohor Amar Ar Noy Song Details
- Song : Ei Shohor Amar Ar Noy
- Vocal, Lyrics & Tune : Saif Zohan
- Music Arrangement : Shovon Roy
- Videography : Adnan Habib
- Editing : Saif Zohan
Tags:
Lyrics